Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

শীতে আপনার প্রিয় পোষ্যর কী কী বিশেষ যত্ন নেবেন জেনে নিন

banner

journalist Name : Sohini Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। তা যেন একেবারে চির সত্য। সম্প্রতি পৌষ কাটিয়ে মাঘ পড়তেই ঠান্ডায় জুবুথুবু সমগ্র বঙ্গবাসী। আর এই ঠাণ্ডাতে ভালো থাকতে আমরা সকলেই বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করি। কারণ শীতে নিজেকে সুস্থ রাখতে হলে বেশ কিছু দিকে খেয়াল রাখতেই হয়। তবে এই ঠাণ্ডায় পরিবারের সকলের যত্ন নেওয়ার পাশাপাশি অনেকের বাড়িতেই রয়েছে তাদেরকে প্রিয় পোষ্য। তাই বাড়ির পোষ্যটিরও নিন বিশেষ যত্ন নেওয়া একান্তই কাম্য। কারণ শীত পড়লে বিশেষ করে বিড়ালদের বাইরে বেরতে কষ্ট হয়, কিন্তু তারা গুটিগুটি পায়ে এদিক-ওদিক করতেই থাকে। তাই তাদের সঠিক যত্ন নেবেন কিভাবে রইল কিছু টিপস। 
১. যদি আপনার কুকুর আপনার বিছানায় না ঘুমায়, তাহলে পোষা প্রাণীর জন্য একটি আরামদায়ক উষ্ণ বিছানা তৈরি করুন। 
২. এই শীতে পোষ্যর বাড়তি যত্নে জ্যাকেট, সোয়েটশার্ট এবং কোট দিয়ে তাকে ঢেকে উষ্ণ রাখুন। প্রয়োজনে সাধারণ জলের বদলে সামান্য উষ্ণ জল পান করাতে পারেন। 
৩. শীতে পোষ্যর ডায়াটে রাখুন বেশি ক্যালোরি যুক্ত খাবার। রোজের খাবারে দিন মাছ, ডিম, মুরগির মাংস, ক্যাটফুড ইত্যাদি। 
৪. খেয়াল রাখবেন, পোষ্য যে ঘরে থাকে সেখানে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের জানলা-দরজা খোলা না হয়। এতে সরাসরি ঠাণ্ডা বাতাস তাদের গায়ে লাগবে না। 
৫. শরীরে রক্ত চলাচল ঠিক রাখতে ফি দিন রাতে শোয়ার আগে পোষ্যর গায়ে হালকা হাতে মাসাজ করুন। 
৬. আপনার পোষ্য যদি বিড়াল হয় তাহলে সেক্ষেত্রে বিড়ালের ঠাণ্ডায় পায়ের তলার প্যাডে যন্ত্রণা হয়। তাই প্রতিদিন পায়ের তলায় আলতো হাতে ম্যাসাজ করুন এবং মেঝেতে কার্পেট বা নরম কাপড় পেতে রাখুন। 
৭. এই শীতে পোষ্যকে স্নান করানো কঠিন হয়ে উঠতে পারে এবং পোষ্য অসুস্থও হতে পারে। তাই তাদের শুকনো স্নান করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি কুকুরের পারফিউম এবং ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন যদি গায়ে কোনোরকম দুর্গন্ধ আসে। 
৮. শীতে ঠান্ডার ভয়ে জুবুথুবু হয়ে থাকলে চলবেনা। বাইরের রাস্তায়-মাঠে নিয়ে গিয়ে তো বটেই, এই সময় আপনার পোষ্যকে নিয়মিত ঘরের মধ্যেও নানা এক্সারসাইজে ব্যস্ত রাখুন, যাতে সে কিছুতেই অতিরিক্ত ক্যালরি না শরীরে আনতে পারে। এছাড়াও শীতে আপনার পোষ্যর ডেইলি গ্রুমিংয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News