Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

শান্তনু নায়ডু টাটা মোটরসের জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

প্রয়াত শিল্পপতি রতন টাটার তরুণ বন্ধু এবং দীর্ঘদিনের সহচর শান্তনু নায়ডু টাটা মোটরসের জেনারেল ম্যানেজার তথা ‘হেড অফ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস’ হিসেবে নিযুক্ত হয়েছেন। মাত্র ৩২ বছর বয়সে এই গুরু দায়িত্ব নিয়েছেন তিনি, যা এক নতুন অধ্যায় শুরু করছে টাটা সংস্থার জন্য। শান্তনু নায়ডু টাটার জীবনের শেষ পর্যায়ে তাঁর ‘ছায়াসঙ্গী’ ছিলেন এবং রতন টাটার উইলেও তাঁর উল্লেখ ছিল। 

দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু, টানা তৃতীয়বার ক্ষমতায় আসবে আপ

সম্প্রতি লিঙ্কডিনে এক পোস্টের মাধ্যমে শান্তনু নিজেই এই খবরটি জানিয়েছেন এবং তিনি তাঁর সংস্থার সঙ্গে সম্পর্কের কথা স্মরণ করেছেন। শান্তনু লিখেছেন, “আমার মনে আছে যখন বাবা টাটা মোটরস প্ল্যান্ট থেকে সাদা শার্ট ও নেভি প্যান্ট পরে বাড়ি ফিরতেন এবং আমি জানালায় দাঁড়িয়ে তাঁর জন্য অপেক্ষা করতাম। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেটি আমার জন্য অনেকটা একটা বৃত্তের মতো।” শান্তনু তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও শেয়ার করেছেন, যেখানে তিনি প্রয়াত শিল্পপতি রতন টাটার অন্যতম প্রিয় প্রকল্প, ন্যানো গাড়ির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। তিনি একসময় টাটা এলেক্সিতে কাজ করতেন এবং সেখান থেকে তাঁর টাটা সংস্থার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। বিশেষ করে, রতন টাটার হাসপাতালে ভর্তি থেকে শুরু করে শেষকৃত্যের সমস্ত মুহূর্তে তিনি পাশে ছিলেন শান্তনু, যা তাঁদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে।


প্রসঙ্গত,  শান্তনু এবং রতন টাটার বন্ধুত্বের বিশেষ দিক হলো তাদের ‘পশুপ্রেম’। ২০১৪ সালে প্রথম তাদের দেখা হয় যখন শান্তনু পথকুকুরদের গাড়ি চাপা পড়া থেকে রক্ষা করার উদ্যোগ নেন। রতন টাটা এই উদ্যোগে মুগ্ধ হয়ে শান্তনুকে তাঁর হয়ে কাজ করার আমন্ত্রণ জানান। এরপরই তাঁদের সম্পর্ক আরও নিবিড় হয় এবং কয়েক বছরের মধ্যে শান্তনু রতন টাটার ‘ছায়াসঙ্গী’ হয়ে ওঠেন।  এখন, শান্তনু নায়ডু টাটা মোটরসের মতো বৃহৎ সংস্থায় গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়ে এই সম্পর্কের ফলস্বরূপ তাঁর নতুন পথচলা শুরু করলেন। এটি শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং একটি নতুন যুগের সূচনা, যেখানে শান্তনু রতন টাটার রেখে যাওয়া সাফল্য এবং দর্শনকে সামনে নিয়ে সংস্থার উন্নতির জন্য কাজ করবেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News