আলাস্কায় ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান F-35

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

মঙ্গলবার রাতে আমেরিকার আলাস্কার এইলসন এয়ারবেসে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভারতীয় সময় অনুযায়ী রাত ৩টার দিকে এই দুর্ঘটনা তীব্র আতঙ্কের সৃষ্টি করে, তবে সৌভাগ্যবশত দুর্ঘটনার আগেই বিমানটির চালক প্যারাসুটের মাধ্যমে বিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং নিরাপদে মাটিতে অবতরণ করেন।

ভারতের মহাকাশ অভিযানে নতুন সাফল্য: ইসরো গড়ল নতুন রেকর্ড

মার্কিন এয়ারফোর্সের ৩৫৪ বি ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিমানটির উড্ডয়নের পর কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, যার ফলে চালক বিমানটি নিরাপদে অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এয়ারবেসের বরফে আছড়ে পড়ে, ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে এসময় বিমানটির চালক প্যারাসুটের মাধ্যমে সফলভাবে মাটিতে অবতরণ করতে সক্ষম হন। এফ-৩৫ যুদ্ধবিমানটি এক আসনবিশিষ্ট অত্যাধুনিক লড়াকু বিমান, যা ২০০৬ সালে মার্কিন সরকার নির্মাণ শুরু করে। ২০১৫ সাল থেকে এটি মার্কিন বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এবং এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ব্যবহৃত হয়েছে। 


প্রসঙ্গত,  দুর্ঘটনার পর যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, তাতে স্পষ্ট দেখা যায়, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ে এবং পরে তাতে বিস্ফোরণ ঘটে। বিমানের পতনের সময়, পাইলটকে প্যারাসুটে নামতে দেখা যায়। এই দুর্ঘটনা বিমান বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে যে কোন যান্ত্রিক ত্রুটি বিপজ্জনক হতে পারে, তার একটি বড় উদাহরণ হয়ে রইল। তবে, অত্যাধুনিক বিমানগুলোর নিরাপত্তা ব্যবস্থা, বিশেষত পাইলটদের নিরাপদে বেরিয়ে আসার প্রযুক্তি অনেকাংশে চালকের জীবন বাঁচিয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News