গায়িকা ইমন চক্রবর্তীর গান পৌঁছে গেল অস্কারে! গানের নাম ‘ইতি মা । আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে পৌঁছেছিলেন ‘তুমি যাকে ভালোবাসো খ্যাত শিল্পী। এই প্রথম কোনও বাংলা গান অস্কারে গেল। পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল।
জানা গেছে, এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। গত বছরের মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট পাঁচটি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায়। তার মধ্যেই জ্বলজ্বল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান।
বিচ্ছেদের গুঞ্জনের সময় অন্য পুরুষের সাথে ঐশ্বর্য
উলেখ্য, ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা ‘ গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পায় ১৪ নভেম্বর। ডিসেম্বরের শুরুতেই সামনে এল বড় সুখবর। মঙ্গলবার সারেগামাপা-র শ্যুটিং নিয়ে ব্যস্ত ইমন। যার মাঝে এই খবর পেয়ে খানিক অবাক তিনিও। দরবীন্দ্রসঙ্গীতের হাত ধরেই ইমনের যাত্রাপথ শুরু। তারপর কখনও তা বাঁক খেয়েছে ধ্রুপদীতে, কখনও আধুনিকে, আবার কখনও লোকসঙ্গীতে। ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ইমন। এবার নমিনেশন পেলেন বিশ্বমঞ্চের দরবারে। অস্কার কমিটির দ্বারা গঠিত হয় বিভাগীয় নির্বাচনী দল। সঙ্গীত ক্যাটগরিতে নির্বাচন প্রক্রিয়ার জন্য তৈরি হয়েছে তেমনই এক দল। তারাই ভোটদানের মাধ্যমে বেছে নেবে মোট ১৫টি মৌলিক গান ও ২০টি মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোর। আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর অবধি চলবে প্রথম রাউন্ডের নির্বাচন। শর্টলিস্টেড অর্থাৎ বাছাই হওয়া গানগুলোর নাম ঘোষণা করা হবে ১৭ ডিসেম্বর।
প্রসঙ্গত, লায়ন কিং ছবির মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা গান এই জায়গা পেয়েছে। অস্কারের থেকে বড় কোনও অ্যাওয়ার্ড আছে বলে তো আমরা জানি না। সেখানে আমার গান কমপিট করছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের। এই কৃতিত্ব পরিচালক ইন্দিরাদি এবং সঙ্গীত পরিচালক সায়নের।' ইমন আরও বলেন, তিনি আপাতত সারেগামাপা-র শ্যুটে আছেন, শুধু শান্তনু মৈত্রকে জানিয়েছেন খবরটা, ভীষণ খুশি উনিও। অন্যদিকে পরিবারে কেবল স্বামী নীলাঞ্জন চক্রবর্তী এবং বাবাকে জানিয়েছেন। তার বাইরে এখনও খুব বেশি কেউ জানেন না এত বড় সুখবর।
উলেখ্য, পুতুল ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘বাংলা ছবির জয়। বাংলা গানের জয়। আমার জানা নেই, যে কোনও বাংলা ছবির BGM অস্কারের মঞ্চে গেছে নাকি। তাই এই জয়টা শুধু ব্যক্তিগত নয়, বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি’। পুতুল ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যও প্রাথমিক ধাপে মনোনীত হয়েছেন সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়। পরিচালক জানান, এই ছবির গান হোক বা ব্যাকগ্রাউন্ড স্কোর ইমনকে নিয়ে পরিচালক বললেন, ‘ইমন তো ভীষণ সোলফুল গায়িকা। গানটা ওহ খুব ভালোবেসে গেয়েছে। ওকে নিয়ে আলাদা করে আর কী বলব’। পরিচালক জানান, অস্কারের জন্য প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেন করতে হয়। মৌলিক বাংলা ছবির পরিচালকের হাতে ওতো টাকা নেই। তবে এই সাফল্যে তিনি খুশি। আপতত তাঁর পাখির চোখ পুতুল ছবির US রিলিজ ঘিরে। আগামী ১৩ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে পুতুল। ডিসেম্বরের শেষে, ২৭ তারিখ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এই ছবি।