বিচ্ছেদের গুঞ্জনের সময় অন্য পুরুষের সাথে ঐশ্বর্য

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:


দাম্পত্যে জীবনে ফাটল ধরেছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের, বিচ্ছেদও নাকি অন্য কিছু ! বেশ কিছুদিন ধরে এই নিয়ে বলিপাড়ায় চলছে জোর জল্পনা। নেপথ্যে উঠে এসেছে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ। এরইমাঝে অন্য এক পুরুষের সঙ্গে গালে গাল ঠেকিয়ে সেলফিতে বন্দি হলেন ঐশ্বর্য রাই বচ্চন । যা উসকে দিল বিচ্ছেদের গঞ্জন।  

ঐশ্বর্যর নাম থেকে বাদ পড়ল 'বচ্চন' পদবি

দেখা গিয়েছে, রবিবার ছুটির দিন সকাল ভাইরাল একটা সেলফি। যেখানে তাঁকে এক পুরুষের সঙ্গে গালে গাল ঠেকিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। স্বভাবতই যেখানে ডিভোর্সের চর্চা জমজমাট, সেখানে এরকম একটা ছবি দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে, এই সুপুরুষের সঙ্গে অনেকদিনের চেনাজানা ঐশ্বর্যর। কীভাবে চেনেন দুজনে একে-অপরকে?

উলেখ্য,  ঐশ্বরিয়ার সঙ্গে থাকা এই পুরুষটি বিখ্য়াত সেলেব্রিটি মেকআপ শিল্পী অ্যাড্রিয়ান জেকবস। অ্যাড্রিয়ান নিজস্ব অ্যাকাউন্টে রাই সুন্দরীর সঙ্গে সেলফিটি শেয়ার করেন। লেখেন, ‘কর্মক্ষেত্রে একটি সুন্দর দিন। কদিন আগে নামের পদবি থেকে ‘বচ্চন’ ছেটে ফেলেও গুঞ্জনের জন্ম দিয়েছিলেন। তবে বিষয়টি এই সেলফির মতোই অতি স্বাভাবিক ছিল। দুবাইয়ে উইমেন এমপাওয়ারমেন্ট বিষয়ক একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে মঞ্চে ঐশ্বরিয়া পা রাখতেই স্ক্রিনে ভেসে ওঠে তার নাম। স্ক্রিনের সে নামে বাদ পড়ে বচ্চন পদবি। এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ডিভোর্স গুঞ্জনের আরও বাড়তে থাকে। 


প্রসঙ্গত,  বেশ কয়েকদিন আগে নিজস্ব ভ্লগ কিছু কথা লিখেছিলেন অমিতাভ।  যদিও কিছু স্পষ্টভাবে উল্লেখ করেনি, তাও লিখেছিলেন, 'আমি আমার পরিবার নিয়ে সেভাবে কথা বলি না। কারণ আমি এই বিষয়ে প্রাইভেসি বজায় রাখতে চাই। যা গুজব সেটা গুজবই। সেগুলো মনগড়া মিথ্যে তাও যাচাই না করে।' এছাড়াও তিনি লিখেছেন, যাচাই করতে চান অনেকেই যাতে তাঁরা যা লিখছেন বা ছড়াচ্ছেন সেটা সঠিক হয়। তাঁরা স্বেচ্ছায় যে পেশা বেছে নিয়েছেন সেটাকে আমি চ্যালেঞ্জ করতে চাই না। আমি বরং তাঁরা যেভাবে সমাজের জন্য কাজ করছেন সেটার প্রশংসা করতে চাই। মিথ্যে বা কিংবা প্রশ্ন চিহ্ন দিয়ে কিছু লিখে দিলে সেটা আইনি দিক থেকে তাঁদের বাঁচিয়ে দেবে। কিন্তু যে সন্দেহের বীজ তাঁরা বপন করছেন সেটা নিয়েই আসল প্রশ্ন থেকে যায়।’ 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News