ব্রাত্য বসুর নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ এবার আসতে চলেছে বড় পর্দায়। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রচুর জল্পনার পর অবশেষে সোমবার প্রকাশ্যে এসেছে এই ছবির প্রথম পোস্টার। আমেরিকান লেখক ওয়াশিংটন আরভিংয়ের ছোটগল্প রিপ ভ্যান উইঙ্কল-এর অনুপ্রেরণায় তৈরি এই নাটক ২০০২ সালের প্রেক্ষাপটে সময় এবং রাজনীতির দ্বন্দ্বকে তুলে ধরেছিল। সোমবার সৃজিত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির প্রথম পোস্টার শেয়ার করে।
আরাধ্য়াকে নিয়ে একাই জন্মদিন পালন করলেন ঐশ্বর্য রাই
ইতিমধ্যে, ছবির পোস্টারে দেখা মিলেছে লেনিনের ভাঙা মূর্তির। যার সামনে বসে রয়েছেন দুই ব্যক্তি। যদিও তাঁদের মুখ প্রকাশ্যে আনা হয়নি। আর পোস্টারের নীচের দিকে লেখা রয়েছে ‘উইঙ্কল টুইঙ্কল’। আর পাশে রয়েছে বামেদের প্রতীক কাস্তে-হাতুড়ি। ২০২৩ সালের শুরু থেকেই এই নাটকের রাইটস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সৃজিত। ব্রাত্য বসুর লেখা নাটক নিয়ে ছবি তৈরির পরিকল্পনা ছিল তাঁর। অবশেষে সেই পরিকল্পনা এবার বাস্তবায়িত করতে চলেছেন সৃজিত। খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির শুটিং। পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার এই বহুল প্রশংসিত নাটক বড় পর্দাতেও আসবে একই নামে। কোনওরকম পরিবর্তনের পথে হাঁটেননি সৃজিত। নাটক থেকে ছবি তৈরির ট্রেন্ড বর্তমানে টলিপাড়ায় নতুন নয়। এর আগে শেক্সপিয়ারের নাটককে রুপোলি পর্দায় তুলে ধরেছেন সৃজিত, এবার পালা ব্রাত্য বসুর নাটকের।
প্রসঙ্গত, টলিপাড়া সূত্রে খবর, বড় পর্দায় ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে ঋত্বিক চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। তাও আবার বাবা ও ছেলের ভূমিকায়। মঞ্চে ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটকটিতে মুখ্য চরিত্র সব্যসাচীর ভূমিকায় দেখা গিয়েছিল দেবশংকর হালদারকে। সেই ভূমিকায় সিনেমাতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এবং সব্যসাচীর ছেলে ‘ইন্দ্র’র ভূমিকায় দেখা যেতে পারে পরমব্রতকে। মঞ্চে এই ভূমিকায় দেখা গিয়েছিল রজতাভ দত্তকে। অন্যদিকে ইন্দ্র অর্থাৎ পরমব্রতর বোনের ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গনা রায়কে। শোনা যায়, আগামী বছর জানুয়ারিতে শুরু হবে এই ছবির শুটিং।