নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রযুক্তির ব্যবহার এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বেশির ভাগ মানুষই কোন নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) দেখে যাতায়াত করেন। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক ঠিকানায় পৌঁছে দেয় এই অ্যাপের নির্দেশনা। গুগল ম্যাপ দেখে গাড়িতে করে যেতে গিয়ে এবার ঘটল বিপত্তি। নির্মাণাধীন সেতু থেকে ৫০ ফুট নীচে পড়ে গিয়েছিল একটি গাড়ি। তারফলে মৃত্যু হল দুই ভাই সহ তিনজনের। গত শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরৈলিতে।
নিলামের মাস্টারমাইন্ড কেন বলছে কিরণকুমার গ্র্যান্ডিকে
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সকাল ১০টায়। বরৈলিতে একটি বিয়ের অনুষ্ঠানের উদেশ্যে আসছিলেন তাঁরা। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপই ভরসা ছিল তাঁদের। চালক জানতেন না ব্রিজটি ভাঙা ছিল, সামনে যে বিপদ রয়েছে তা বুঝতে পারেননি। এই ঘটনায় প্রশাসনের উপর নানান অভিযোগ ওঠে যে ক্ষতিগ্রস্থ সেতুর দিকে না যাওয়ার জন্য কোনও ব্যারিকেড বা সতর্কতা চিহ্ন কেন ছিল না!
উলেখ্য, গত রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে। এরপর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদের দুজনের পরিচয় জানা গিয়েছে। তাদের নাম হল অমিত এবং বিবেক। তারা দুই ভাই। তৃতীয়জনের পরিচয় এখনও জানা যায়নি। তাদের পরিচয়পত্র অনুযায়ী তারা ফারুক্কাবাদের ইমাদপুরের বাসিন্দা।