Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

পারথে ভারতের জয়জয়কারে যশস্বী

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

  যশস্বীকে বলা হচ্ছে ‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ’ ৷ আর তার জন্যই ভারত প্রায় তিনশো রানের লিড নিয়ে নিয়েছিল ৷  পেস ও বাউন্সে ভরা যে পিচে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল, সেখানেই দ্বিতীয় ইনিংসে দাপট দেখিয়েছেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারা 

এই প্রথম একসাথে তিন বছরের আইপিএলের তারিখ ঘোষণা করল বোর্ড।

প্রসঙ্গত, শনিবার পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশন পর্যন্ত মনে হচ্ছিল এই পিচে একটু সমস্যা হতে পারে।  কিন্তু ভারতের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভার বোলিং করেও উইকেট পেলেন না মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা। দ্বিতীয় দিনের শেষে ২১৮ রানে এগিয়ে ভারতীয় দল। টেস্ট ম্যাচে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড  যশস্বীর, । ভাঙলেন ম্যাকালামের রেকর্ড। 


উলেখ্য, তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে জীবনের প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন।অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেরা ওপেনিং জুটি হিসাবেও নতুন রেকর্ড গড়লেন তিনি। কে এল রাহুলের সঙ্গে জুটিতে উঠল ২০১ রান। এর আগে অস্ট্রেলিয়ায় ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল ১৯১ রানের। গাভাসকরের সঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্তের জুটিতে ১৯৮৬ সালে এই নজির গড়েছিল ভারত। আন্তর্জাতিক স্তরে যৌথভাবে সাত নম্বর ক্রিকেটার হিসেবে দ্রুততম তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেছেন যশস্বী ৷

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা
Related News