ঝাড়খণ্ডে রেকর্ড গড়ে
ফের একবার ক্ষমতায় আসছেন হেমন্ত সোরেন। ৮১টি আসনের মধ্যে ঝাড়খণ্ডে INDIA জোট এগিয়ে
৪৮টি আসনে। মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডে BJP-র যে দলভাঙার স্ট্র্যাটেজি নিয়েছিল,তা মুখ
থুবড়ে পড়ল।
দুর্নীতির অভিযোগে জেলযাত্রা করতে হয়েছিল হেমন্ত সোরেনকে। ২০২৪ সালের জুলাই মাসে জেলমুক্তির পর ফের হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদে বসেন। তবে কোনওভাবেই তাঁর জনপ্রিয়তায় ছিটেফোঁটাও ভাটা পড়েনি। জেল পর্বে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হলেও রাশ ছিল স্ত্রী কল্পনার হাতে। ফলে চম্পাই দলবদল করলেও মানুষের আস্থা সরেনি JMM-এর উপর থেকে।
মহিলাদের ভোট ব্যাঙ্কের
উপরেই জোর দিয়েছিলেন হেমন্ত সোরেন। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে রাজ্যের মহিলাদের জন্য
‘মাইয়া সম্মান যোজনা’ শুরু করেছিলেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রত্যেক মহিলার
ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১ হাজার টাকা করে জমা পড়ে। ইস্তেহারে সেই অঙ্ক বাড়িয়ে
আড়াই হাজার করার প্রতিশ্রুতি দিয়েছিল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা।