আইপিএল কবে শুরু হচ্ছে এবং কবে ফাইনাল হবে তা নিয়ে সব খবর জানিয়ে দিল আইপিএল কর্তৃপক্ষ। শুধু তাই নয় আগামী বছর নয় ২০২৬,২০২৭ সালের আইপিএল কবে শুরু হবে এবং ফাইনাল কবে হবে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। উলেখ্য , ২০২৫ সালের আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামের আগেই ক্রিকেটারদের তালিকা প্রকাশ্যে এসেছে। গত শুক্রবার অর্থাৎ ১৫ই নভেম্বর বিসিসিআই এই ব্যাপারে বিশেষ ঘোষণা করেছে। আসন্ন আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। এর আগে কখনও আগামী তিন বছরের একসাথে আইপিএলের তালিকা ঘোষণা করা হয়নি। এই প্রথম একসাথে তিন বছরের আইপিএলের তারিখ ঘোষণা করল বোর্ড। ২০২৬ সালে আইপিএল ১৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা এবং ফাইনাল ম্যাচটি হবে অনুষ্ঠিত হবে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে শুরু হবে এবং ৩০ মে এর ফাইনাল ম্য়াচটি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে আইপিএল শুরু হচ্ছে ১৪ই মার্চ থেকে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ই মে। এই মেগা নিলামে মোট ৫৭৪ ক্রিকেটার অংশগ্রহণ করবেন। এই তালিকায় মোট ৩৬৬ ভারতীয় ক্রিকেটার রয়েছেন। আর ২০৮ বিদেশি। এরমধ্যে অ্যাসোসিয়েট দেশ থেকে মোট তিনজন ক্রিকেটার রয়েছেন।২০২৫ আইপিএল মেগা অকশনে ৩১৮ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার রয়েছেন। আর ১২ জন আনক্যাপড বিদেশি ক্রিকেটার। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট ২০৪ আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে ৭০টি আসন রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য। আপাতত মেগা নিলাম শুরুর আগে পঞ্জাব কিংসের হাতে সবথেকে বেশি টাকা রয়েছে। ২০২৫ এবং ২০২৬ সালের প্রতিটি মরশুমে ৮৪টি ম্যাচ খেলা হবে। এবং চূড়ান্ত বছর অর্থাৎ ২০২৭ সালে খেলা হবে সর্বাধিক ৯৪টি ম্যাচ।
আরাধ্য়াকে নিয়ে একাই জন্মদিন পালন করলেন ঐশ্বর্য
ইতিমিধ্যে , ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আয়োজন করা হবে। এই অনুষ্ঠান ভারতীয় সময় অনুসারে বিকেল তিনটে থেকে শুরু হবে। জিও সিনেমা অ্যাপে আপনি বিনামূল্যে এই অনুষ্ঠান দেখতে পাবেন।