ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিয়ে ভাঙছে, এ গুঞ্জন তো শোনা যাচ্ছে বহু দিন ধরে। বেশ কয়েকদিন ধরেই আলাদা আলাদাই দেখা যাচ্ছে ঐশ্বর্য-অভিষেককে। ডিভোর্স চর্চায়ও এখনও পর্যন্ত বচ্চন পরিবারের কেউই মুখ খোলেননি। এ বার মেয়ে আরাধ্যা ও প্রয়াত পিতা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকীর ছবি ঐশ্বর্য ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।। যে সময় মেয়ের জন্মদিন পালন করছেন ঐশ্বর্য, সেই সময় কোথায় ছিলেন অভিষেক? এনিয়ে নানা কথা উঠছে ।
গত ১৬ই নভেম্বর ছিল আরাধ্যার জন্মদিন। সেদিন খুব একটা লম্বা পোস্ট না দিলেও, এবার আরাধ্য়াকে নতুন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ঐশ্বর্য। ঐশ্বর্য লিখলেন, ''আমার দুই চিরকালীন ভালোবাসার মানুষকে শুভজন্মদিন। একজন আমার বাবা ও আরেকজন আমার মেয়ে আরাধ্যায়। তোমরা দুজনেই আমার আত্মা, আমার বেঁচে থাকার রসদ।''
বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নিত্যনতুন তথ্য ঘোরাফেরা করছে নেটপাড়ায়। যার মধ্যে সবচেয়ে চর্চিত বিষয় অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের দাম্পত্য জীবন। কখনও শোনা গিয়েছে ঐশ্বর্যা বাড়ি ছেড়েছেন, আবার কখনও শোনা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যার মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। এর মাঝেই অবশ্য শৈশব কাটিয়ে কৈশোরে প্রবেশ করল অভিষেক-ঐশ্বর্যার একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। পা দিল ১৩ বছরে। মেয়ের জন্মদিন উদ্যাপন করলেন ঐশ্বর্যা। দেখা গেল না বচ্চন পরিবারের কাউকে। জন্মদিনের ছবিতে কোথাও দেখা গেল না অভিষেক বচ্চনকে । দেখা গেল না অমিতাভ বচ্চন বা জয়া বচ্চনকে। তবে দেখা গেল ঐশ্বর্য্য রাই বচ্চনের মাকে। নিজের বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে আরাধ্যায়র জন্মদিন পালন করলেন ঐশ্বর্য্য। আর এই ছবি যেন বাড়িয়ে দিল ঐশ্বর্য্য ও অভিষেকের আলাদা থাকার জল্পনা।