কেন্দ্রীয় সরকার রেশন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চাল, গম ইত্যাদি দেওয়া হয়। রেশন কার্ড পেতে হলে e KYC করতে হবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে KYC না করলে রেশন কার্ড বাতিল হতে পারে। আধার এবং KYC যাচাইয়ের মাধ্যমে ৫ কোটি ৮০ লাখ রেশন কার্ড ভুয়ো হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সরকার সেই সমস্ত কার্ড বাতিল করা হয়েছে।
লটারি কিং তৃণমূলকে দিয়েছে ৫৪০ কোটি টাকা
বর্তমানে, কেন্দ্রীয় সরকার ২০.৪ কোটি রেশন কার্ডের মাধ্যমে দেশের ৮০ কোটি ৬০ লাখ মানুষকে ফ্রি রেশন দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রায় ৯৯.৮০ শতাংশ রেশন কার্ড আধারের সঙ্গে যুক্ত। এই ডিজিটালাইজেশন ব্যবস্থার ফলে, সারা দেশে ৫.৩৩ লাখ ইলেকট্রনিক পয়েন্ট অব সেল (ই-পিওএস) ডিভাইসের মাধ্যমে খাদ্য বিতরণ হচ্ছে, যা সঠিক মূল্য নিশ্চিত করছে। ভুয়ো রেশন কার্ড ধরতে আধার অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়। তার জেরেই বিপুল সংখ্যক ভুয়ো রেশন কার্ড উদ্ধার হয়েছে বলে জানাচ্ছেন খাদ্য দপ্তরের কর্তারা।
উলেখ্য, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সময়সীমা এই নিয়ে দুবার বাড়িয়েছে। কিন্তু এই বছর আর কোন সময়সীমা বাড়ানো হবে না বলে জানা গিয়েছে। যারা এখনও ই-কেওয়াইসি করেননি, তাদের নাম রেশন কার্ড প্রকল্প থেকে মুছে ফেলা হবে। আর আপনি যদি রেশন কার্ড সম্পর্কিত কোন তথ্য পেতে চান তাহলে জাতীয় খাদ্য নিরাপত্তার অফিসিয়াল ওয়েবসাইটে সব তথ্য হাতের মুঠোয় পেয়ে যাবেন। শুধুমাত্র এই ভাবে আপনি জানতে পারবেন নামটি রেশন প্রকল্পে আছে কি না। কেন্দ্র ইতিমধ্যেই বহু মানুষের রেশন কার্ড বাতিল করতে শুরু করেছে। যাদের সঠিক তথ্য আছে, তাদের রেশন কার্ড কখনই বাতিল হবে না এবং তারা সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবে.