#Pravati Sangbad Digital Desk:
গতকাল গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা ছিল চেন্নাই বনাম হায়দ্রাবাদের, গতকালের ম্যাচটি হায়দ্রাবাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও, চেন্নাইয়ের কাছে প্লে-অফে চলে যাওয়ার বড় সুযোগ ছিল কালকের ম্যাচে। কিন্তু চেন্নাই সেই সুযোগটিকে হাতছাড়া করে কালকের ম্যাচটিকে ড্র করে।হায়দ্রাবাদ এফসির মনালো মার্কেজ ৪-২-৩-১ ছকে সাজিয়েছিল, আজকের ম্যাচটি না জিতলেও সিভেরিওর জন্যই ১ পয়েন্ট হলেও ঘরে তুলতে সফল হয়েছেন। আজ গোলকিপার কাট্টিমানি, ডিফেন্ডার আকাশ মিশ্র, যুয়ানান, আশিষ রাই, মিডফিল্ডে জাও ভিক্টর, সৌভিক চক্রবর্তী, এরিক গার্সিয়া, অনিকেত যাদব, নিখিল পূজারী এদের জন্য হায়দ্রাবাদকে আর কোনো গোল হজম করতে হয়নি, আর আক্রমণে ছিলেন সিভেরিও।
চেন্নাইয়ের কোচ বন্দভিচ তার দলকে ৩-৫-২ ছকে সাজিয়েছিল, তাদের আক্রমণে ছিল ভালস্কিস, মিরলান মূর্জাইভ, মিডফিল্ডার ছিলেন অনিরুধ থাপা, গেরমানপ্রীত, রিগান সিং, জেরি, এডউইন ও ডিফেন্সে ছিল নারায়ণ দাস, সাজিদ ও সলাভকো।
প্রথমার্ধের খেলা শুরু হয়, চেন্নাই এফসি প্রথম থেকে লং বলে খেলা শুরু করেছিল এবং হায়দ্রাবাদ শর্ট পাসের মাধ্যমে খেলছিল। ৯ মিনিটে হায়দ্রাবাদ প্রথম আক্রমণ করে চেন্নাইয়ের গোল মুখে, মোহনবাগানের প্রাক্তন গোলকিপার দেবজিৎ সেই প্রথম আক্রমণকে প্রতিহত করে। ১২ মিনিটে চেন্নাইয়ের অনিরুদ্ধ থাপা একটি ফ্রি কিক পান, সেই ফ্রি কিকের ভাসানো বল হায়দ্রাবাদের পেনাল্টি বক্সের মধ্যে থাকা সাজিদ একটি অসাধারণ হেডের মাধ্যমে প্রথম গোলে নিজেদের দলকে এগিয়ে দেন। ম্যাচের প্রথম দিকে গোল খেয়ে যাওয়ার পরেও হায়দরাবাদ এফসি ডিফেন্সিভ না খেলে অফেন্সিভ খেলার দিকে মনযোগ দেয়, যার ফলে ২২ মিনিটের মাথাতেই তারা তাদের প্রথম গোলটি পেয়ে যেত। এরিক গার্সিয়ার ভাসানো বলে সিভেরিও হেড দিলেও তা চেন্নাইয়ের গোলপোস্টের নেটের বাইরের দিকে লাগে। প্রথমার্ধের খেলায় রেফারি ৪ মিনিটের এক্সট্রা স্টপেজ টাইম দেন। সেই সময়তেই হায়দ্রাবাদের সৌভিক চক্রবর্তী, আশিষ রাইকে একটি পাস দেন, যা আশিষ সিভেরিওর উদ্দেশ্যে এগিয়ে দেন এবং সেখান থেকে হায়দ্রাবাদ সমতায় ফিরে আসে। প্রথমার্ধে খেলার স্কোর হয় ১-১।
দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ে ডিফেন্সকে প্রচন্ড নড়বড়ে লেগেছে। বারবার হায়দ্রাবাদের আক্রমণভাগের খেলোয়াড়রা কোনো না কোনোভাবে চেন্নাইয়ের পেনাল্টি বক্সের মধ্যে প্রবেশ করছিল ও একের পর এক আক্রমণ করে যাচ্ছে না, শুধুমাত্র চেন্নাইয়ের গোলকিপার দেবজিৎ সবকটি হায়দ্রাবাদের গোলমুখি আক্রমণকে বাঁচিয়ে দেয়, যার ফলে আর কোনো গোল খেতে হয়নি চেন্নাইকে। তার পরেও চেন্নাই হায়দ্রাবাদে গোলমুখে একটি আক্রমণ করে যা হায়দ্রাবাদের গোলকিপার কাট্টিমানি সেভ করেন ও সেই বলটি সেভ করার পর বারে লেগে প্রতিহত হয়। ১-১ গোলে গতকালের ম্যাচটি ড্র হয়। গতকালকের ম্যাচটা ড্র করার পর হায়দ্রাবাদ লিগ টেবিলে ৩ নম্বর স্থানে অবস্থান করছে ও চেন্নাই লিগ টেবিলে ৬ নম্বর স্থানে অবস্থান করছে।