বর্তমান যুগ এখন ডিজিটাল । সব কিছুই আমরা এখন ফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। সেটা খবর থেকে শুরু করে খেলা , জামাকাপর , খবার, ওষুধ ইত্যাদি। ডিজিটাল মাধ্যমের ব্যাবহার করোনা পরিস্থতি সময় থেকে বেশি দেখা গিয়েছিল। তাই ডিজিটাল জমানায় সবথেকে বেশি ব্যবহার হওয়া অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে পুরনো চ্যাটের স্ক্রিনশট এখন অনেকেই তুলে রাখেন। কিন্তু হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ নামক বিশেষ বৈশিষ্ট্য আসার ফলে পুরনো চ্যাটগুলি একটি নির্দিষ্ট সময়ের পর চ্যাটবক্স থেকে উধাও হয়ে যাচ্ছে । তাই সঙ্গে সঙ্গে সেই চ্যাটের স্ক্রিনশট না তুললে আর ফিরে পাওয়া যায় না। কিন্তু পুরনো চ্যাট এখন ফিরে পাওয়া যাবে সহজেই।
প্রসঙ্গত, ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ অন থাকলেও আপনি পুরনো চ্যাট পড়তে পারবেন । কিভাবে করবেন ? আসুন জেনে নিই, প্রথমে হোয়াটসঅ্যাপটি নিজেদের ফোনে আপডেট করে নিতে হবে। তারপর আপনি যেই মেসেজ গুলো রেখে দিতে চাইছেন সেই গুলোকে কিছুক্ষণ প্রেস করে রাখতে হবে এবং চ্যাটবক্সের উপরের দিকে ‘বুকমার্ক’ নামের একটি অপশন দেখা যাবে। মেসেজগুলি বুকমার্ক করে দিলেই আপনার চ্যাটবক্সে আজীবন রয়ে যাবে। তবে মেসেজ প্রেরক যদি সেই চ্যাট রাখতে না চান, তবে তিনি ‘আনকিপ’ অপশনে গিয়ে তা সরিয়ে দিতে পারেন। সে ক্ষেত্রে অবশ্য আপনি সেই মেসেজটি আর সেভ করে রাখতে পারবেন না।