Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বরুণ চক্রবর্তীর টি২০ ম্যাচে টিম ইন্ডিয়া হেরে গেল

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital :


চলতি বছরে জোহানেসবার্গে গত, ১০ই নভেম্বর: বরুণ-দেবের অশেষ কৃপাতেও বাঁচল না ম্যাচ। নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী ((Varun Chakaravarthy)-র অবিশ্বাস্য স্পেলের পরেও রবিবারের দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে গেল ভারত। ফলে চারটি ম্যাচের টি-২০ সিরিজের ফল ১--১।  জয়ের জন্য ১২৪ রান প্রয়োজন। দক্ষিণ আফ্রিকা একটা সময় ২ উইকেটে ৪৪ রানে ছিল। কিন্তু সেখান থেকে টিম ইন্ডিয়ার স্পিনার বরুণ চক্রবর্তীর ১৭ রানে ৫ উইকেটের স্পেলে ম্যাচটি পুরোপুরি ভারতের হাতে চলে আসে। এরপর  ২ উইকেটে ৪৪ থেকে ২৮ বলের মধ্যে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৬৬ হয়ে গিয়েছিল। এমনকী রবী বিষ্ণুই দক্ষিণ আফ্রিকার  ৮৬ রানে সপ্তম উইকেটটাও তুলে নিয়েছিলেন। তিন ওভারে তিনটি উইকেট নেন বরুণ। বরুণের ঘূর্ণিতে পরপর আউট হন রেজা হেনরিকস (২৪), আইডেন মার্করাম (৩), মার্কো জেনসেন (৭), হেনরিক ক্লাসেন (২) ও ডেভিড মিলার (০)।


 উলেখ্য, ক্রিস্টান স্টাবস ৪১ বলে ৪৭ অপরাজিত  ও নামা টেলেন্ডার ব্যাটার জেরাল্ড কোতজে ৯ বলে ১৯ রান, অষ্টম উইকেটে ২৬ বলে ৪২ রানের পার্টনারশিপ করে দলকে জিতিয়ে আনেন। ম্যাচের এক ওভার বাকি থাকতে ৭ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 

আগামী বুধবার সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচটি আয়োজিত হবে। এরপর শুক্রবার জোহানেসবার্গে হবে সিরিজের শেষ তথা চতুর্থ টি-২০ ম্যাচ। তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেয়ে একেবারে চমকে দিচ্ছেন ৩৩ বছরের কর্ণাটকে জন্ম তামলিনাড়ুর হয়ে ক্রিকেটে খেলা নাইটদের লেগব্রেক গুগলি বোলার বরুণ। প্রথম টি-২০ ম্যাচে ২৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলেন নাইটদের বিষ্ময় স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর প্রথম পাঁচ উইকেট।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News