ফিরে আসা অনেক রকমের হয়, কিন্তু এমন ফিরে আসার বিষয়টা যেন সচরাচর দেখতে পাওয়া যায়না। যাকে নিয়ে কপিল
শর্মা শোয়ের সবথেকে বেশি ভয় পান অর্চনা পূরণ সিং। এবার তিনিই ফিরলেন,যাকে দর্শকরা সিধু
পাজি বলে যানেন । একসময় তিনি রাজনীতিবিদ এবং খেলোয়াড় এই শোয়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তারপর, সেই জায়গা দখল করে নেন অর্চনা পূরণ
সিং।
বেশ কয়েক বছর অর্চনাকে দেখা গিয়েছিল সেই চেয়ারে। তবে এবার সিধু ফিরলেন দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শোয়ে এবং চমকে দিলেন কপিলকেও। যদিও, বা তাঁর অনুপস্থিতিতে বারবার সুনীল গ্রোভার সিধু সেজেই মুগ্ধ করেছেন দর্শকদের । কিন্তু, এবার আসল সিধুকে সামনে থেকে দেখে কপিল যেন চমকে উঠলেন। তিনি সুনীল ভাইয়ের উদেশ্য করে বললেন- ‘ আরে সুনীল ভাই, তুমি সিধু সেজে সবসময় চলে আসো কেন? উত্তরে তিনি বলেন, এই চোখ মেলে দেখ! আমি সিধুই। তারপর শুরু হল মজা।
প্রসঙ্গত অর্চনা, যিনি নিজের চেয়ার হারিয়ে যাওয়ার ভয় পেয়ে আছেন ,তিনি কপিলকে বললেন –“ সিধু ভাইকে বলো, ওটা আমার চেয়ার”।ইতিমধ্যে, শোয়ে উপস্থিত ছিলেন সর্দার হরভজন সিং। যিনি পুরোপুরি একদম চিল মূডে ছিলেন। আর তিনি পরিষ্কার জানিয়ে দিলেন,” সিধুর মত হওয়ার ক্ষমতা আর কারওর নেই”। কপিল এবং সিধু যখন একবার একসঙ্গে হয়েছেন তখন এমন কিছু ঘটবে যা হাসির জন্ম নেবে। তার পরিস্থিতি তাই হল। ঊলেখ্য, যদিও বা সিধু অতিথি আসনে বসেছেন দেখে, অনেকেই আনন্দ পেয়েছে কেউ বললেন, আপনাকে যে কী ভাল লাগছে এতদিন পর দেখে। আবার কেউ বললেন, আপনি তো সেরা।