Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

২৭ বছরের অবসান ফের আভিনয় জগতে সিনেমার পর্দা কাপাতে আসছে সিংঘম -পিকে জুটি

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati sangbad digital :

বলিউডের সিনেমার পর্দায় জনপ্রিয় দুই মুখ আমির এবং অজয়। শোনা যায় একে অপরের ভালো বন্ধু কিন্তু সিনেমার পর্দায় তাদেরকে একসঙ্গে খূব একটা দেখা যায়নি। ১৯৯৭ সালে মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত ছবি ‘ ইশ্ক’ সেই ছবিতে শেষ বারের মত  এই দুজন বলিউড সুপারস্টারকে একসঙ্গে আভিনয় করতে দেখা গিয়েছিল ।তারপর কেটে গেছে  অনেক গুলো বছর , অবশেষে অপেক্ষার অবসান সিংঘমএবং পিকে ফের একসঙ্গে আভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত শনিবার মুম্বাইতে ‘ তেরা ইয়ার হু ম্যায় ‘ ছবির মহরতে উপস্থিত ছিলেন এই দুই অভিনেতা। 

উল্লেখ্য, এই ছবির মাধ্যমে অভিনেতা  ইন্দ্রের ছেলে আমন ইন্দ্র কুমার অভিনয় জগতে পা রাখছেন। প্রসঙ্গে অজয়ের প্রসঙ্গে আমির খানকে জিজ্ঞেস করা হলে তিনি বলে – “ অজয়ের সঙ্গে দেখা হলে তার খুবই ভালো লাগে। তবে আমাদের খুব বেশি দেখা হয়না। কিন্তু দেখা হলে সেটা একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রধ্যায় ভরে ওঠে। “ আমির এও  জানান কি ভাবে সেটে একটি সিপাঞ্জির হাত থেকে অজয় তাকে রক্ষা করেন। অজয়ের সরস মন্তব্য, “ দোষ আমিরেরও! ও নিরীহ প্রাণীটার গায়ে জল দিয়ে দেয়। তারপর সে খেপে যেতেই আমির বাঁচাও বাঁচাও বলে দৌড়াতে শুরু করে"।


 ছবি প্রসঙ্গে অজয়,  আমিরের কথা বলতে গিয়ে বলেছেন- “ ইশ্ক ছবির শুটিইয়ের সময় আমরা খুব মজা করেছিলাম। আমার তো মনে হয় আমাদের ফের একসঙ্গে ছবি করা উচিত।“ এই খবর সোস্য৷ল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় আনুরাগীদের মধ্যে কৌতুহলের জন্ম নেয়। যদিও এই সিনেমার প্রসঙ্গে কোন  খবর সামনে আসেনি । উল্লেখ্য, ইন্দ্রের ছেলের সিনেমার প্রোমোশানে জনি লিভার, সাজিদ খান, অরুণা ইরানি, আফতাব শিবদাসানিও তেরা ইয়ার ই ম্যা-এর দলকে চিয়ার করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব বিনোদন
Related News