#PRAVATI SANGBAD DIGITAL :
দেশে ভয়াবহ পরিস্থিতির জেরে গত তিনমাস ধরে ভারতের রাজনৈতিক আশ্রয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দিল্লিতে বিশেষ নিরাপত্তা দিয়ে রেখেছে ভারতের মোদী সরকার। গোপন আস্তানা থেকেই তিনি বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে মাঝেমধ্যে বক্তব্য রাখছেন। তাঁকে দেশে ফিরিয়ে বিচারের পক্ষে আগেই সওয়াল করেছিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করতে চলেছে ইউনুস সরকার। শুধু তাই নয়, আওয়ামি লিগের সমস্ত পলাতক নেতাদের বিরুদ্ধেই এই নোটিস জারি করা হবে বলে জানা গেছে। গত রবিবার ঢাকায় একথা জানিয়েছেন বাংলাদেশের সরকারি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গতকাল নজরুল বলেন, “গত জুলাই-অগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গিয়েছেন, তাঁদের ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে নেট কর্নার নোটিস জারি করব আমরা। দ্রুত এই নোটিস জারি করা হবে। তারপর তাঁরা যেখানেই থাকুন না কেন, গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।”প্রসঙ্গত,গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও, এই ভয়াবহ কাণ্ডে যে তাঁর উদ্দেশ্যেই ছিল, তা বলার প্রয়োজনীয়তা রাখে না। তার বিরুদ্ধে অন্তত ২৩৩টি ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ১৯৮টি মামলায় খুনের অভিযোগ আনা হয়েছে বলে সুত্রের খবর। এই মামলার মধ্য দিয়ে টানা প্রায় ষোলো বছরের আওয়ামী লীগ সরকারের শাসনের অবসান হয়।
উল্লেখ্য, বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়েই গত ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বিশেষ সেনা বিমানে আসেন ভারতে। তারপর থেকে ভারতেই অজ্ঞাত ঠিকানায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগে শোনা গিয়েছিল যে হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির পথে হাঁটতে পারে বাংলাদেশের নতুন সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা-সহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির সম্ভাবনা প্রবল।