হাওড়া-বাঁকুড়া রুটে ছুটবে লোকাল ট্রেন

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

হাওড়া থেকে এবার সরাসরি বাঁকুড়া পৌঁছে যাওয়া যাবে একই লোকাল ট্রেনে। ফলে বিষ্ণুপুর, মুকুটমণিপুর পর্যটনস্থলে যেতে এবার আর খড়গপুর হয়ে ঘুরপথে যেতে হবে না। এতোদিন হাওড়া থেকে ঘুরপথে ২৩১ কিলোমিটারের পথে পাড়ি দিতে হত। যে পথ এবার সংক্ষিপ্ত হয়ে দাঁড়াবে ১৮৫ কিলোমিটারে।

হাওড়া থেকে বাঁকুড়া ওই লাইনে ১১০ কিলোমিটার বেগে চলবে ট্রেন। তবে মশাগ্রাম থেকে সিঙ্গল লাইন হওয়ায় সময়ের তারতম‌্য ঘটবে। এজন‌্য মশাগ্রামে নতুন প্ল‌্যাটফর্মও তৈরি করেছে রেল।

হাওড়া থেকে শক্তিগড় নতুন এই সিগন‌্যাল ব‌্যবস্থায় ৭৫ মিটার ব‌্যবধানে ট্রেন চলতে সক্ষম হবে বলে রেলের দাবি।

হাওড়া থেকে বাঁকুড়ার মধ্যে যে লোকাল ট্রেন চলবে তার দায়িত্ব সামলাবে কোন ডিভিশন? কারণ মশাগ্রাম থেকে বাঁকুড়া দক্ষিণ-পূর্ব রেলের আওতায়। তবে হাওডা় কারসেড থাকায় মূলত পূর্ব রেলই ট্রেন চালাবে বলে জানিযেছেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রার ডিআরএম সুমিত নারুলা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উন্নয়ন রাজ্য দেশ পরিবহন
Related News