Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আজ থেকে শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা, কী কী নিষেধাজ্ঞা জারি ! জেনে নিন বিস্তারিত

banner

journalist Name : Sutapa Dey Sarkar

#Pravati Sangbad Digital Desk:

১৪ই জানুয়ারি শুক্রবার, আজ থেকে শুরু হল  প্রায় ৪০০ বছরের প্রাচীন সকলের প্রিয় জয়দেব-কেন্দুলির মেলা। প্রথা অনুযায়ী অজয় নদীর তীরে পুণ্যার্থীরা এই মকরসংক্রান্তির দিনে পুণ্যস্নান সারছেন। তবে এই বছর প্রথমবার করোনার প্রকোপে এই জনবহুল মেলাতে ভিড় প্রায় নেই বললেই চলে। গোটা মেলায় এবছর বাউল-ফকির প্রায় শূন্য বললেই চলে। জাগ্রত রাধা বিনোদের মন্দিরে আগের মত পুজোর লাইন নেই এই বছর। সবকিছু মিলিয়ে এবছর ২০২২ এ জয়দেবের মেলা বেশ কিছুটা ম্লান।
বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র ১৬৮৩ সালে বীরভূমের অজয় নদীর তীরে প্রতিষ্ঠা করেছিলেন রাধা-বিনোদের মন্দির। পূণ্যার্থীদের এই পুণ্যস্নানের সঙ্গে কবি জয়দেবের নাম বিশেষভাবে জড়িত। এই দীর্ঘ পুরনো মন্দিরের গায়ে পৌরাণিক বিভিন্ন কাহিনীসমূহ টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে। এই বিখ্যাত জয়দেব-কেন্দুলির মেলা ৪০০  বছরেরও প্রাচীন ঐতিহ্যবাহী।
২০২১ সালে করোনা সংক্রমণের কারণে বন্ধ ছিল এই মেলা। তবে মকর সংক্রান্তির দিন অজয় নদীর তীরে পুণ্যার্থীরা পুণ্যস্নান সেরেছিলেন। একদম শুরুতে এ বছরও কোভিডের কারণে ছিলেন মেলা না হওয়ারই কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত  প্রশাসনের ছাড়পত্রে এই মেলা আয়োজিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। মেলায় সেভাবে ভিড় না থাকলেও চারিপাশে দোকানপাট এবং গুটিকয়েক আখড়া বসেছে।

একেবারে সকাল থেকেই চলছে পুণ্যস্নান। তবে মেলাও এবং স্নানের ঘাটে জনসংখ্যা বেশ কম। এই জয়দেব মেলায় প্রত্যেক বছর লক্ষাধিক সংখ্যক মানুষের ঢল নামে। কিন্তু করোনার প্রকোপে এই মেলার দৃশ্য টি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে। এবছর হাতেগোনা কয়েকজন ভক্ত পুজো দিয়েছেন।
কিন্তু তারপরেও মেলা নিরাপত্তাব্যবস্থা যথারীতি আঁটোসাঁটো করা হয়েছে। প্রায় ২০০০ পুলিশকর্মী সকলে নিরাপত্তা দিকে নজরদারি করছে। ঠিকঠাকভাবে নজরদারির জন্য রয়েছে ৭০ টি সিসিটিভি এবং ৭ টি ওয়াচ টাওয়ার। শুধু তাই নয় ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। কোন প্রকার ঝামেলাকে রুখতে এবং সকলে যাতে সঠিকভাবে এই করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে চলে তার জন্য সাদা পোশাকের পুলিশ রয়েছে মেলা প্রাঙ্গণে। এছাড়াও রয়েছে স্নানের ঘাটে বিপর্যয় মোকাবিলা করতে অধিক শতাংশ লাইফ বোর্ড।
মেলায় আগত পুণ্যার্থীদের মন বেশ ভারাক্রান্ত। তারা বলেছেন ' আমরা আগে কখনো এমন থমথমে মেলা দেখিনি। এবছর করোনার প্রকোপে একেবারেই ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না। অন্যভাবে সময় পা ফেলা যেত না।'

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News