Flash News
Monday, September 22, 2025

ইতিহাসের পাতায় আজীবন স্মৃতি হয়ে থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রি মনমোহন সিং

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

ইতিহাসও মানুষটাকে মনে রাখবে! কত কিছুই না তিনি করে গিয়েছেন ভারতের জন্য। ইতিহাসের পাতায় হাজার-হাজার বছর পরেও তাঁর নাম রচিত থাকবে। শান্ত স্বভাবের হয়েও বিতর্কেরও সঙ্গী থেকেছেন। তাঁর নিজের গায়ে কেউ কালি ছেঁটাতে পারেনি বটে, তবে 'মৌন প্রধানমন্ত্রী' হিসেবে কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে।

তারাদের দেশে চলে গেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং

 গত শুক্রবার, মনমোহন সিংয়ের শেষকৃত্য শেষ হল দিল্লিতে। তাঁর স্মৃতিসৌধ নিয়ে বিতর্কের আবহেই কংগ্রেসের সদর দফতর থেকে নিগমবোধ ঘাটের উদ্দেশে রওনা দেয় মনমোহন সিংয়েহ দেহ। সোনার গাড়িতে নিয়ে যাওয়া হয় ভারতের ১৩তম প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে হাজির হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মনমোহনের পরিবারের সদস্যরা। জাতীয় পতাকায় মুড়ে সেখানেই শায়িত রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ। 


প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে বিশেষ বৈঠক ডাকা হল কংগ্রেসের তরফে। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কংগ্রেস হেডকোয়ার্টারে এই বৈঠক হবে। ওয়ার্কিং কমিটির সকল সদস্য এবং বিশেষ অতিথিরা হাজির থাকবেন সেখানে। উল্লেখ্য, কংগ্রেসের বর্ধিত কর্মসমিতির বৈঠক শুরু হওয়ার কথা ছিল কর্নাটকের বেলগাভিতে। কিন্তু মনমোহনের মৃত্যুতে স্থগিত রয়েছে সেই সম্মেলন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব দেশ
Related News