Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

নারি আন্দলেন মাথানত করল ইরান

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে-এর মতো জনপ্রিয় বিদেশি প্ল্যাটফর্মগুলির উপর নিষেধাজ্ঞা তুলে নিল ইরান। ইরানের সংসদ হিজাব আইন স্থগিত করেছে ইরানের সংসদ নারীদের হিজাব আইন বাস্তবায়নের প্রক্রিয়া স্থগিত করেছে। গত বছরের সেপ্টেম্বরে সংসদে পাস হওয়া এই আইনে হিজাব পরতে অস্বীকৃতি জানানো মহিলাদের জন্য কঠোর শাস্তি দেয়। ইরানে হিজাব বিরোধী বিক্ষোভের সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল, যার ফলে সরকার সেগুলিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। নারী-স্বাধীনতা আন্দোলনের ফলে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-র উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হিজাব আইন স্থগিত করল ইরান. 

ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ৫টি জুসে কমবে লিভারে থাকা অতিরিক্ত ফ্যাট

 প্রস্তাবিত আইনে বলা হয়, দেশের মহিলাদের কঠোর ভাবে হিজাব-বিধি অনুসরণ করে চলতে হবে। ঢেকে রাখতে হবে মাথার চুল, কাঁধ এবং পা। নিয়মের অন্যথা হলে কড়া শাস্তির সংস্থানও ছিল। অল্প নিয়মভঙ্গে জরিমানা নেওয়া হত। আর সর্বোচ্চ সাজা ছিল ১৫ বছরের কারাবাস। যেসব মহিলারা হিজাব পরতে চান না বা হিজাব পরার বিরুদ্ধে মতপ্রকাশ করেন, তাদের ওই চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে। ইরানের নারী ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রধান মেহরি তালেবি দারেস্তানি সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই মহিলাদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা করা হবে।   


প্রসঙ্গত, সম্প্রতি পোশাক সংক্রান্ত এই ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ়াদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আহু দারইয়াই অন্তর্বাস পরে প্রকাশ্যে রাস্তায় হাঁটেন । বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকেই তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় ইরানের পুলিশ। পরে ইরান প্রশাসনের তরফে জানানো হয়, তরুণী মানসিক ভাবে অসুস্থ নন। তাঁকে মানসিক রোগের চিকিৎসাকেন্দ্রে রাখা হয়েছে বলেও উল্লেখ করে একাধিক সংবাদমাধ্যম।  এর পর থেকেই খোঁজ মিলছে না তাঁর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ আন্তর্জাতিক
Related News