বাংলাদেশের সরকারকে আরও একবার মানবাধিকারের ‘পাঠ’ দিল আমেরিকা। এবার সরাসরি হোয়াইট হাউস থেকে ফোন এল ইউনুসের কাছে। মঙ্গলবারই ছয় দিনের সফরে আমেরিকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ৫টি জুসে কমবে লিভারে থাকা অতিরিক্ত ফ্যাট
প্রসঙ্গত, সালিভানের সঙ্গে ইউনূসের ফোনালাপের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও সামনে আসেনি। তবে হোয়াইট হাউসের এক বিবৃতি অনুসারে, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের মানবাধিকার রক্ষার বিষয়টি উঠে এসেছে আলোচনায়। মানবাধিকারের প্রসঙ্গে সালিভানের সঙ্গে সহমত ইউনূসও। ধর্ম নির্বিশেষে প্রত্যেকের মানবাধিকার রক্ষা এবং সেটিকে সম্মান জানানোর ক্ষেত্রে আমেরিকার সঙ্গে একমত ইউনুস। মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, ' সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জেক সুলিভান। বাংলাদেশ যে চ্যালেঞ্জের সম্মুখীন হবে, তা মোকাবিলার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে যাবে।' এর পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইউনুস সরকারকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন জেক সুলিভান।
উলেখ্য, দু’পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেই জানিয়েছে হোয়াইট হাউস। তবে সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বার বার প্রশ্ন তুলছে আমেরিকা। আমেরিকা, ভারত এবং বাংলাদেশে সনাতনীদের প্রতিবাদ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, ন্যূনতম মানবাধিকার এবং মানুষের মর্যাদাকে রক্ষা করা উচিত।