বক্সঅফিসে খাদানের ব্যাবসা তুঙ্গে! রেকর্ড ভাঙতে চলেছে টলিপাড়ায়

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বছরের শেষে মুক্তি পেল খাদান। মুক্তির আগে হল পাওয়া নিয়ে যুদ্ধ করতে হয়েছে সুপারস্টারকে। তবে মুক্তির পর বক্সঅফিস জুরে খাদানের ঝড় উঠেছে। দীর্ঘদিন পর অ্যাকশন হিরোর অবতারে ফিরলেন দেব। ছবিটি দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে এবং ব্যবসাও অত্যন্ত ভালো যাচ্ছে।

কোথায়, কবে হবে ভারত-পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ?

প্রসঙ্গত, মুক্তির প্রথম দিনেই ছবিটি টিকিট বিক্রির দিক থেকে সারা বাংলা জুড়ে কমপক্ষে ৬৮ লাখ টাকার ব্যবসা করেছে। আর দ্বিতীয় দিনে, ছবিটির আয় লাফিয়ে বেড়ে ৭৬ লাখ টাকায় পৌঁছেছে। আর রবিবারের আয় মিলিয়ে মোট ৩ দিনের আয় গিয়ে দাঁড়াল ২.৫৬ কোটি।  টাকা আয় করেছে। গত রবিবার  গত শুক্রবার রাতে দেব  ফেসবুক পেজে লাইভে এসে খানিক আফসোসের সুরেই জানান, হয়ত ২ বছর আগেই তাঁর খাদানের মতো বাণিজ্যিক ছবি করা উচিত ছিল। যার ফলে লাভবান হত বাংলা ইন্ডাস্ট্রি। এছারাও তিনি আরও জানান,  খাদানের বাজেট ৬ কোটি। এই ছবি যদি হিট হয়, তাহলে সেই টাকা বিনিয়োগ করে তিনি আরও বড় বাজেটের ছবি বানাবেন। তাঁর পরের ছবির বাজেট হবে ১০ কোটি। 


উলেখ্য,  খাদানে একইসঙ্গে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দেব। সঞ্জয় রিনো দত্তর এই ছবিতে দেবের নায়িকা বরখা বিস্ত এবং ইধিকা পাল। দেবের পাশাপাশি লিড চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত। রয়েছেন জন ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতারাও।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন চলচ্চিত্র
Related News