Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

গত ২২শে ডিসেম্বর পিভি সিন্ধু এবং তাঁর প্রেমিক ভেঙ্কটা দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু ও তাঁর সঙ্গী ভেঙ্কট দাত্তা উদয়পুরের রাফেলস রিসোর্টে তাঁদের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। এই বিবাহ অনুষ্ঠানে  সিন্ধুর পরিবার ও বন্ধু-বান্ধবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, জোধপুরের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন। তিনি তার X হ্যান্ডেলে নবদম্পতির প্রথম ছবিটি শেয়ার করেন এবং নব দম্পতিকে শুভকামনা জানান।

গলায় জুতোর মালা পরিয়ে মুক্তিযোদ্ধাকে হেনস্থা বাংলাদেশে

উলেখ্য,  বিয়ের পর, সিন্ধু এবং স্বামী ভেঙ্কট দাত্তা হায়দরাবাদে আগামী ২৪ ডিসেম্বর একটি রিসেপশন পার্টির আয়োজন করেছে। গত ২০ ডিসেম্বর, সিন্ধুর পরিবারের সদস্যরা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে গান-বাজনার মাধ্যমে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এরপর গত ২১ ডিসেম্বর সিন্ধুর গায়ে হলুদ, পেলিকুথুরু এবং মেহেন্দি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল। 


প্রসঙ্গত, পিভি সিন্ধু একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি ভারতের হয়ে নানান মেডেল এনেছেন। তাঁর সর্বশেষ বড় সাফল্য ছিল ২০২৪ সালে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে চিনের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বিশ্ব ট্যুরের শিরোপা অর্জন করেছিলেন। এই ম্যাচটি ৪৭ মিনিট ধরে চলেছিল এবং সিন্ধু ২১-১৪, ২১-১৬ এই পয়েন্টে চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন। এটি ছিল সিন্ধুর প্রথম বিশ্ব ট্যুর শিরোপা, ২০২২ সালের সিঙ্গাপুর ওপেনের পর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সংস্কৃতি বিনোদন
Related News