রাজ্যে অব্যাহত করোনার গ্রাফ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশের মধ্যে সংক্রমণের শীর্ষে পশ্চিমবঙ্গ। ২৫শে ডিসেম্বরের পর থেকে আড়াই সপ্তাহ ধরে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা, পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। বিশেষজ্ঞদের মতে রাজ্যে যে হারে দৈনিক সংক্রমণ বেড়ে চলেছে তাতে জানুয়ারির শেষের দিকে পিকে উঠতে পারে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৪৫ জন।


হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৬৮৭ জন। ওপর দিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ঘটেছে ২৮ জনের, যা তৃতীয় ঢেউয়ে সর্বচ্চ। সংক্রামক রোগ বিশেষজ্ঞদের মতে, করোনার আগের দুটি প্রজাতির থেকে ওমিক্রন কয়েকগুন বেশি সংক্রামক এবং খুব দ্রুত ছড়িয়ে পরে। রাজ্যে প্রতিদিন যে সংখ্যক মানুষ করোনাই আক্রান্ত হচ্ছেন বাস্তবে সেই সংখ্যাটা অনেকটাই বেশি। রোগীদের বেশির ভাগই বাড়িতে টেস্ট করে নিচ্ছেন এবং পজিটিভ এলে বাড়িতেই চিকিৎসা করে নিভৃতবাসে থেকে জাচ্ছেন, ফলে সরকারের কাছে সঠিক পরিসংখ্যান এসে পৌছাচ্ছে না।


রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর মতে, ২শরা জানুয়ারি পর্যন্ত রাজ্যের যে সংখ্যক নমুনা জিনোম সিকোয়েন্স করা হয়েছে তাতে প্রায় ৭৮ শতাংশ মানুষ ওমিক্রন আক্রান্ত। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট ছিল ৩২.১৩ শতাংশ, কিন্তু আজ শুক্রবারের বুলেটিন অনুযায়ী টেস্ট পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ, কিছুটা হলেও কমেছে টেস্ট পজিটিভিটি রেট। কিন্তু তাতে স্বস্তি পাওয়ার কিছু নেই বলে জানাচ্ছে চিকিৎসকেরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি রাজ্য স্বাস্থ্য আজকের দিনে
Related News