আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে গঙ্গাসাগর। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই বিষয়ে নবান্নে বৈঠক করে বিভিন্ন দফতরের মধ্যে একাধিক দায়িত্ব বণ্টন করেছেন। সব মিলিয়ে যত সময় এগোচ্ছে ততই এই মেলাকে ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা তুঙ্গে উঠছে।
ছোটদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত
প্রসঙ্গত, গত শনিবার শিয়ালদা স্টেশনের ডিআরএম কনফারেন্স রুমে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। জানা গেছে, মেলা উপলক্ষ্যে ২০২৫ সালের আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি ৭২টি বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদহ দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানার মতো ব্যস্ত স্টেশনগুলিতে যাত্রীদের তথ্য দেওয়ার জন্য বুথ খোলা হবে। থাকবে বিশেষ হেল্পলাইন নম্বর। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে শিয়ালদা দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হবে। পর্যাপ্ত পানীয় জল থাকবে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শিয়ালদায় ২৮টি এবং নামখানায় ২২টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে মেলা শুরুর আগেই।
উলেখ্য, মেলা চলাকালীন প্রধান স্টেশন এবং চারপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আলোর যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হবে। কাকদ্বীপে ৫টি এবং নামখানায় ৫টি টিকিট কাউন্টার চালু করা হবে। ২৪x৭ পরিষেবা প্রদানের জন্য বুকিং ক্লার্ক নিয়োগ করা হবে। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোর তৈরির প্রস্তুতির কাজ চলছে। কারন ভক্তকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী এবং কর্মীদের সঙ্গে ডাক্তার ও মেডিকেল টিম থাকবে। উল্লেখ্য, মকর স্নানের জন্য প্রত্যক বছর কোটি কোটি দর্শনার্থী ভিড় করেন গঙ্গাসাগরে।