Flash News
Tuesday, September 23, 2025

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে রাজি পুতিন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপরই যুদ্ধ বন্ধ নিয়ে বড় ঘোষণা করেন তিনি। তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন,  ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে আপোসে রাজি রাশিয়া। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ী হওয়ার পর গত চার বছরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বা বার্তালাপ হয়নি তার এবং তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠকে আগ্রহী।

এখন আর শুধু ম্যাসেজ নয়, চ্যাঁট জিপিটির সাহায্যে বলা যাবে ফোনে কথা।

প্রসঙ্গত, পুতিনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক হলে ইউক্রেনে যুদ্ধ অবসানের জন্য রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রস্তাব তিনি দেবেন কি না। উত্তরে পুতিন বলেন, “যুদ্ধে এ মুহূর্তে আমরা শক্তিশালী অবস্থানে রয়েছি। এমনকি ২০২২ সালে রুশ সেনারা যখন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল, সে সময়ের তুলনায় রাশিয়াও সার্বিকভাবে এখন অনেক শক্তিশালী।আমার ধারণা, শিগগিরই এমন সময় আসবে— যখন ইউক্রেনের আর একজন মানুষও যুদ্ধকে সমর্থন করবে না। তো, আমি এটুকু বলতে পারি যে রাশিয়া আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত।


উলেখ্য,  ইউক্রেন যুদ্ধে কি তাহলে রাশিয়ার জয় হয়েছে? এমন প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, "পরিস্থিতি দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে। প্রতিদিন রুশ সেনারা এক বর্গ কিলোমিটারের মতো ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। যুদ্ধ একটি জটিল বিষয়। কিন্তু আমরা বিশেষ সামরিক অভিযানে আমাদের প্রাথমিক কাজ সমাধানের কাছাকাছি পৌঁছে গিয়েছি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News