চলতি বছরে জাকিয়ে ঠাণ্ডা পড়েছে কলকাতায়। কুয়াশায় ঢেকে উঠেছে শহরের প্রতিটি কনা। ভোরে ও সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হলেও, বেলায় উধাও ঠান্ডা। চলতি সপ্তাহে ফের আবহাওয়া বদলে যেতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালো অফস্পিনার অশ্বিন
প্রসঙ্গত, আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ হওয়ার সম্ভাপনা আছে। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে। মনে করা হচ্ছে, আগামী শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিনবঙ্গের বেশ কিছু আঞ্ছলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাপনা আছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছেন, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভপনা আছে।
উলেখ্য, এখন কলকাতায় তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় যা আরও খানিকটা বাড়ল। আগামী দু'-তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। নিম্নচাপের কাঁটা সরলেই দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ ফিরবে।