ইতিমধ্যে, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। নতুন সাংসদ হয়ে প্রিয়ঙ্কা গান্ধী অধিবেশনে পা রাখতেই প্রতিবাদ শুরু। গত সোমবার প্রিয়ঙ্কা সকলের নজর কেড়েছিলেন প্যালেস্তাইনের ব্যাগ নিয়ে। যা নিয়ে প্রচুর মন্তব্যও ওঠে। গতকাল অর্থাৎ মঙ্গলবার আবারও একটি ব্যাগ নিয়ে সংসদে ঢোকেন তিনি। সেই ব্যাগে লেখা ছিল, 'জাস্টিস ফর বাংলাদেশ! অন্য দিকে, 'বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান'। প্রতিদিন নিত্য-নতুন ব্যাগ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রিয়াঙ্কা।
শুধু তাই নয়, প্রিয়াঙ্কা ছাড়া আরও কংগ্রেসের অন্যান্য সাংসদদের হাতেও এই ব্যাগ দেখা যায়। সংসদের বাইরে তাঁরা এই ব্যাগ ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। এছারাও বিজয় দিবসের দিনও লোকসভায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। বলেছিলেন 'বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে এই সরকারের আওয়াজ তোলা উচিত। বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত এবং অত্যাচারিতদের পাশে দাঁড়ানো উচিত।'
প্রসঙ্গত, এদিকে বিরোধীদের এই বিক্ষোভ প্রদর্শনকে পালটা কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে তিনি বলেন, 'আমি এটা দেখে অবাক। আমাদের বিরোধী দল সবসময় শুধু মুসলমানদের নিয়েই চিন্তিত। ভারতে 'সংখ্যালঘু' অর্থ বদলে গিয়েছে। কংগ্রেস এবং আমাদের প্রতিদ্বন্দ্বীরা সংখ্যালঘু বলতে শুধু মুসলমানদেরই বোঝেন। তারা এখন হিন্দুদের জন্য আন্দোলন করছে, তাই এটা একটা বড় পরিবর্তন। সম্ভবত এটাই মোদী ম্যাজিক।' বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগের পর হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলে। তারপর ইসকনের সন্ন্যাসি চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়। এখনও জামিন পাইনি তিনি। সাম্প্রতিক এই ঘটনাগুলিতে ভারত-বাংলাদেশ উভয় প্রান্তেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রের তরফে ইতিমধ্যেই বাংলাদেশকে বলা হয়েছে। চিন্ময়কৃষ্ণের আইনি অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, সেই বার্তাও ঢাকাকে দিয়েছে দিল্লি।
আমূল ছুটির পরিবর্তন আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ
উলেখ্য আজ বুধবার, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতারা সংসদের বাইরে ডক্টর বিআর আম্বেদকরের পোস্টার ধারণ করে বিক্ষোভ দেখান। রাজ্যসভায় বক্তৃতার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিক্রিয়ায় এই বিক্ষোভ হয়েছিল, যা কংগ্রেস দাবি করেছে যে ভারতীয় সংবিধানের স্থপতিকে অপমান করা হয়েছে।