আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম নথিবদ্ধ করার সময়সীমা বাড়িয়েছে শিক্ষা পরিষদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফে জানা গিয়েছে, আগামী ২১শে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা কোনও রকম জরিমানা ছাড়া অনলাইনে নাম নথিবদ্ধ করতে পারবে।
প্রসঙ্গত, বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানিয়েছেন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে আগামী ২১শে ডিসেম্বর ২০২৪ শনিবার পর্যন্ত কোনও জরিমানা ছাড়া পরীক্ষার্থারী নাম নথিভুক্ত করতে পারবেন। কারণ নানা কারণে এখনও অনেক পরীক্ষার্থারী নাম নথিভুক্ত করতে পারেননি। তাদের সুবিধার জন্য বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এবার আর সমস্যায় পড়তে হবে না ছাত্র ছাত্রীদের। আরও বাড়তি দিন দেওয়া হল তাদের।