ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট ও ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার আনল আরও এক নতুন ফিচার ৷ নতুন এই ফিচারের নাম হোয়াটসঅ্যাপ নিউ ইন-অ্যাপ কল ডায়ালার। কিছু দিন আগে, ২.২৪.২৬.১১ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ব্যবহারকারীরা অজানা ফোন নম্বরে কল করার জন্য একটি নতুন ডায়ালার দেখতে পেয়েছিলেন। এই কারনে অ্যাপে ‘কল এ নম্বর’ অপশন দেওয়া হয়েছে। এবার আইওএস ২৪.২৫.১০.৭৬ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচার নিয়ে এসেছে মেটা।
ইতিমধ্যে, নতুন এই ফিচারের মাধ্যমে মেটা সেটিংসে একটি এন্ট্রি পয়েন্ট দিয়েছে, যেখান থেকে ব্যবহারকারীরা কলের জন্য কনট্যাক্ট সিলেক্ট করতে পারবেন। এই অংশে ব্যবহারকারীরা ডায়ল করার অপশন পাবেন। এখানে ব্যবহারকারীরা ফোন নম্বর দিয়ে কল করতে পারবেন। নম্বর দেওয়ার পর হোয়াটসঅ্যাপ ভেরিফাই করবে নম্বরটি হোয়াটসঅ্যাপে রেজিস্টার করা আছে কি না। ভেরিফাইয়ের পর ব্যবহারকারী একটি ব্লু চেকমার্ক দেখতে পাবেন। ইন-অ্যাপ ডায়ালারের মাধ্যমে ব্যবহারকারীরা কন্টাক্ট লিস্টে থাকা নম্বর সেভ না করেই কল করতে পারবেন। আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ এসে গেছে এই নতুন ফিচার।