Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

সব ধরনের ক্রিকেট বোলিং নিষিদ্ধ বাঁহাতি শাকিবের

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

 বাংলাদেশের জন্য এ এক বড় ধাক্কা! ক্রিকেটে নিষিদ্ধ ঘোষিত সাকিব আল হাসান। বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডারকে সব ধরনের ক্রিকেটেই বোলিং করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে নিষিদ্ধ করার কয়েকদিন পর এই  কথা জানানো হল। বাঁ-হাতি অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ করার বিষয়টিতে সিলমোহর দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। 


প্রসঙ্গত, গত  রবিবার বাংলাদেশ ক্রিকেটের তরফে এক বিবৃতি মারফত শাকিবের বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, ইসিবি নিষিদ্ধ ঘোষণার পর আইসিসি'র নিয়ম মেনে এই পদক্ষেপ গ্রহণ খুবই স্বাভাবিক ছিল ৷ শাকিবের বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে সেখানে ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পর আইসিসিও জানিয়েছে, শাকিবের বোলিং অ্যাকশন নিয়মবিরুদ্ধ। তাই কোনও ম্যাচে আর বল করতে পারবেন না প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার। স্রেফ ব্যাটার হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁকে রাখবে বাংলাদেশ? উঠে যায় সেই প্রশ্নও। তবে শাকিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বোলিং অ্যাকশনের পরীক্ষায় বসবেন। পাশ করে ফেল বল হাতে ম্যাচে নামবেন। সেই পরীক্ষা দিতে ভারতে আসছেন শাকিব। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে আগামী ২১ ডিসেম্বর পরীক্ষা দেবেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, চেন্নাইয়ের এই পরীক্ষাকেন্দ্র থেকে ছাড়পত্র পেয়েছিলেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণও।

কবে থেকে চালু হচ্ছে নোয়াপাড়া থেকে বারাসতের মেট্রো পরিষেবা

উলেখ্য,  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “আইসিসির তরফে জানানো হয়েছে যে, শাকিব আল হাসানকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত সমস্ত প্রতিযোগিতায় বল করতে নিষেধ করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটেও বল করতে পারবেন না তিনি।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবকে খেলালে ব্যাটার হিসাবে খেলাতে পারে বাংলাদেশ। তবে এর মধ্যে যদি তিনি পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন, তা হলে অলরাউন্ডার হিসাবেই খেলতে পারবেন।উল্লেখ্য, টেস্ট এবং টি-২০তে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন শাকিব। বাংলাদেশের জার্সিতে বর্ণময় কেরিয়ার শেষ করার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চকে বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু কেবল ব্যাটার হিসাবে কি জাতীয় দলে আর জায়গা পাবেন শাকিব? প্রশ্ন রয়েছে। তবে দুঃসময়েও আশার আলো, নিষেধাজ্ঞা কাটানোর উপায় রয়েছে পদ্মাপাড়ের অলরাউন্ডারের কাছে। পরীক্ষা দিয়ে তিনি যদি পাশ করেন, তাহলে বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে আইসিসি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা
Related News