বক্স অফিস ১০০০ কোটি টাকা। মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল আল্লু অর্জুনের 'পুষ্পা ২'। ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এত ছিল যে গত ৪ই ডিসেম্বর হায়দ্রাবাদের ছবির প্রিমিয়ারের সন্ধ্যায় থিয়েটারে ভয়ংকর ভিড় হওয়ার কারনে ৩৫ বছরে এক ভদ্রমহিলা পদপিষ্ট হয়ে মারা যান। তার ৯ বছরের এক বাচ্চা ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করে হায়দরাবাদ পুলিশ। হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরু হয়। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যাঁরা, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিসি। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণ করেছিলেন আল্লু অর্জুন। এবার সেই কাণ্ডেই গ্রেফতার হলেন সুপারস্টার।