Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

একধাক্কায় নামল ২ ডিগ্রি পারদ

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

ক্রমাগত কমছে বাংলার তাপমাত্রা। গত কয়েকদিনে বঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমেছে অনেকটাই। সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। তাপমাত্রা কমতে থাকায় হাঁড় কাঁপানো ঠান্ডা জেলাগুলিতে। প্রসঙ্গত, বঙ্গের তাপমাত্রা একধাক্কায় একাবারে ২ ডিগ্রি কমল। গতকাল জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সেইদিন জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তাপমাত্রা কমার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডার দাপট। প্রায় দিনভর আকাশ মেঘলা থাকছে। মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় জাঁকিয়ে শীত। আবহাওয়া দফতর সুত্রে খবর, বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আবার বঙ্গের জেলাগুলিতে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। সঙ্গে বাড়বে কুয়াশার দাপট। মেঘলা আকাশ থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image