Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মাত্র ৬ দিনেই ১০০০ কোটিতে পুস্পাঃ দ্যা রুল

banner

journalist Name : Pieu Das

#Pravati Sangbad Digital Desk:

বক্স অফিসে নিয়মিত ছক্কা হাঁকাচ্ছে পুষ্পা ২। আজ বুধবার মুক্তির  ৬  তম দিনে বক্স অফিস কালেকশন  আল্লু অর্জুন  অভিনীত এবং সুকুমার পরিচালিত ছবির  বিশ্বব্যাপী প্রায় ১০০০ কোটি রুপি আয় করে একটি নতুন রেকর্ড তৈরি করতে চলেছে ৷ দেশের প্রায় সবকটি প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমাটি। ২০২৪ সালে বক্স অফিসে ইতিমধ্যে বেশ কয়েকটি ব্লকবাস্টার দেখেছে দর্শক, কিন্তু বছর শেষ হওয়ার সাথে সাথে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার পুষ্পা: দ্য রুল- সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে।     বিনামুল্যে রেশন আর কতদিন

মঙ্গলবার পর্যন্ত এই ছবি বিশ্বব্যাপী ৯৫৫ কোটি রুপি আয় করেছ। পুষ্পা ২-এর হিন্দি সংস্করণটি ৩৮ কোটি রুপি ইতিমধ্যে ঘরে তুলেছে, যেখানে তেলেগু সংস্করণ ১০ই ডিসেম্বর ১১ কোটি নেট আয় করেছে। তবে  তামিলে পুস্পা ২ তুলনামুলকভাবে কম টাকা তুলতে সক্ষম হয়েছে। এই সংস্করণটি ২.৬০ কোটি রুপি নেট সংগ্রহ করেছে।


ছয় দিনের পুষ্পা ২ এখনো পর্যন্ত বক্স অফিসে ৬৪৫.৯৫ কোটি রুপি আয় করেছে। তবে  হিন্দি সংস্করণটি ৩৭০.১ কোটি টাকা নেট আয় করে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বলে মনে করা হচ্ছে এবং তেলুগু সংস্করণটি ভারতে 222.6 কোটি নেট আয় করে রেকর্ড গড়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সোশ্যাল মিডিয়া বিনোদন চলচ্চিত্র
Related News