Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

banner

journalist Name : Abhinaba Poddar

#Siliguri:

আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি৷ ওই দিন থেকেই চালু হবে স্কুল, কলেজ৷ সোমবার উত্তরকন্যা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আপাতত স্রেফ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলবে পঠনপাঠন।

তবে কবে থেকে রাজ্যে চালু হবে লোকাল ট্রেন পরিষেবা তা নিয়ে অবশ্য এখনই কোনও সরকারি পদক্ষেপের খবর সামনে আসেনি৷

সবদিন সব ক্লাস হবে না, বন্ধ থাকবে প্রার্থনা- টিফিন-খেলা। পরিকাঠামো ও পড়ুয়াদের সংখ্যার নিরিখে কবে কোন ক্লাস হবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। পরিস্থিতি যদি অনুকূল থাকে, তাহলে মার্চ কিংবা এপ্রিলে হতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হতে পারে। ফলে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সংশয়ে রাখতে নারাজ সরকার। বরং সেদিকেই বিশেষ নজর থাকবে।

করোনা আবহে ২০২০ সালের মার্চ থেকেই দেশের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশের বেশ কয়েটি রাজ্যে স্কুল খুললেও বাংলায় এখনও বন্ধ রয়েছে বিদ্যালয়ের দরজা। পুজোর পরেই স্কুল খোলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই সেদিক থেকে দেখতে গেলে, কথা রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হবে৷ একই সঙ্গে খুলবে কলেজগুলিও৷ ধাপে ধাপে স্কুলের বাকি শ্রেণির ক্লাসও চালু করা হবে বলে নবান্ন সূত্রের খবর৷

বিকাশ ভবন সূত্রের খবর, স্কুল মেরামতির খাতে ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ আগামী দুদিনের মধ্যে রাজ্যের সমস্ত স্কুল পরিকাঠামো সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে৷ ফলে ১৬ নভেম্বর থেকে স্কুল অনায়াসে চালু করা যেতেই পারে৷ যদিও ওয়াকিবহাল মহল মনে করিয়ে দিচ্ছে, তৃতীয় ঢেউয়ের মাঝে করোনা পরিস্থিতি কোন জায়গায় থাকবে সেটাও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন হিসেবে উঠে আসছে৷

কারণ, দীর্ঘদিন ঘরবন্দী থেকে অন লাইন পড়াশোনার মাধ্যমে পড়ুয়াদের যেমন বেঞ্চে বসে ক্লাস করার অভ্যস্ততা নষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে তেমনই করোনা সংক্রমণ একেবারে বিদায় নিয়েছে তেমনটাও নয়৷ ফলে ফের যদি সংক্রমণ বাড়ে, সেক্ষেত্রে ভয়াবহতার মাত্রা ভেবেও অনেকে শিউড়ে উঠছেন৷ তাই সবমহল থেকেই দাবি উঠছে আদর্শ করোনা বিধি মেনে চলার৷ এদিন স্কুল খোলার বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীও সেকথায় বারে বারে তুলে ধরেছেন৷ বলেছেন, ‘‘করোনা মোকাবিলায় প্রত্যেককে মেনে চলতে হবে আদর্শ করোনা বিধি৷

রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন চিকিৎসকরা। কোভিড বিধি মেনে পঠনপাঠন নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।

শিলিগুড়ির উত্তরকন্যায় আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বসেই ঘোষণা করেন, কালীপুজো, ছটপুজো মিটলেই ১৫ নভেম্বর থেকে স্কুল খুলবে রাজ্যে। মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

চলতি বছরের অগস্ট মাসেই কিন্তু স্কুল-কলেজ খোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মনোবিদরা। তাঁদের আশঙ্কা, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে শিশুমনে যেভাবে চাপ বাড়ছে, তাতে বড়সড় বিপদ হতে পারে। বস্তুত, এ রাজ্যে এখনও পর্যন্ত শিশুদের করোনা আক্রান্ত হওয়ার তেমন নজিরও নেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News