গত শুক্রবার ৫ই ডিসেম্বর দেশে মুক্তি পেয়েছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি। সুকুমার পরিচালিত পুষ্পা ২ দ্য রুল ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল। রবিবার পর্যন্ত ছবির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা!
কোমরে হাত রেখে র্যাম্পে হাঁটলেন বিজেপি দুই নেতা সুকান্ত ও সিন্ধিয়া
উলেখ্য, ২০২১ সালে ‘পুষ্পা ১’-এর হাত ধরে শুরু হয় অল্লু অর্জুনের উত্থান। গত ৪ই ডিসেম্বর ছবিটির প্রিমিয়ারে ঘরে এসেছে ১০ কোটি টাকা ৷ জানা গিয়েছে, ভারতেই পুষ্পা আয় করে নিয়েছে ১৭৫.১ কোটি টাকা ৷ ছবির অফিসিয়াল পেজে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে পাঁচশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলার সুখবর শেয়ার হয়েছে। হ্যাশট্যাগে দেওয়া হয়েছে ‘রেকর্ড রাপ্পা রাপ্পা’। যার মধ্যে শুধুমাত্র হিন্দি ভার্সান থেকে এসেছে আয় হয়েছে ৭৩.৫ কোটি টাকা। এরপর ছবিটির মুক্তি প্রথম দিনই ১৬৪.২৫ কোটি, দ্বিতীয় দিনে ৯৩.৮ কোটি, তৃতীয় দিনে ১১৯.২৫ কোটি, চতুর্থ দিনে ১৫০ কোটি এবং পঞ্চম দিনে ৫২৬.৫৮ টাকা আয়ে করেছিল। বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে পুষ্পা ২।
প্রসঙ্গত, আপাতত শুধু মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’র টু-ডি ভার্সন। ছবির থ্রি-ডি ভার্সনের মুক্তি আপাতত পিছিয়ে করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। এদিকে প্রিমিয়ারের দিনই একটি বড় অঘটন ঘটে গিয়েছে। পুষ্পা ২ দেখতে এসে পদপিষ্ঠ হয়ে মারা যান এক মহিলা। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আচমকাই হাজির হন আল্লু। মৃত মহিলা ৯ বছরের ছেলেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এর পরই আল্লু অর্জুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।