বাংলাদেশের তরফে উঠে আসা মন্তব্যে হাসাহাসি নেটিজেনদের

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Degital Desk :

যত সময় যাচ্ছে তত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক জটিল হচ্ছে। ইসকনের সন্নাস্যী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই নতুন করে উত্তাল হয়েছে বাংলাদেশ। অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের ওপর। ভারত বিরোধিতায় একাধিক পদক্ষেপ করছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে শনিবার ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার প্রাক্তন কর্মীরা। ভারতের বিরোধিতা করে মিছিল করলেন সেদেশের প্রাক্তন সেনাকর্মীরা।  সেখান থেকে উঠল ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান।      

ইতিমধ্যে, 'চারদিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব', 'ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না'- এমনই মন্তব্য শোনা গেল বাংলাদেশ থেকে। আর যাঁরা সেই মন্তব্য করেছেন, তাঁরা নিজেদের বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে দাবি করেছেন। তাঁদের সেই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। সেইরকমই এক  নেটিজেন বলেছেন, ‘কী খেয়ে এসব বলছেন? অপর এক নেটিজন বলেছেন, ‘ওঁরা ভাবছেন, ভারতের যে যে দূরপাল্লা ও মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো স্রেফ সাজিয়ে রাখা আছে এবং সেগুলো শুধুমাত্র প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্যবহার করা হয়।  ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া কমপ্লেক্সের নীচে সমাবেশ করে  মিছিল করা হয়, সেই ডিওতে থেকেই এরকম মন্তব্য উঠে আসে। 

শান্তিতে নোবেল পাওয়া ইউনুস বাংলাদেশকে অশান্ত করছে

শুধু এখানেই থেমে নয়, পায়খানা পরিষ্কার করায় কৃতিত্ব...', বাংলাদেশি প্রাক্তন সেনাকর্তার '৪ দিনে কলকাতা দখলের' হুংকারের জবাবে বেনজির আক্রমণ ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। উলেখ্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের কটাক্ষ করে তথাগত রায় একটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, , 'এইটা একেবারে লিমিট! যে জাতের কৃতিত্ব শুধু বাচ্চা পয়দা করায়, আর সৌদি আরবে গিয়ে পায়খানা পরিষ্কার করায়, তারা টুপি-দাড়ি-লুঙ্গি নিয়ে ইনশাল্লা ইনশাল্লা বলে হাউ হাউ করলে নাকি আমেরিকা ভয় পেয়ে যাবে, ভারত তো কোন ছাড়! গত কয়েকদিন ধরে বাংলাদেশের কামাছা (কাঠমোল্লা মাদ্রাসা-ছাপ) শ্রেণীর ভূতগুলোর পোস্ট দেখে আমি অভিভূত!


এছাড়াও, বিজেপি নেতা রুদ্রনীল  একটি ভিডিওতে বলেছেন, ‘কি বিস্মৃত গোটা সমাজ, গোটা বিশ্ব যে ভিডিওগুলি বা ছবিগুলো দেখেছে কোটা আন্দোলনের নামে বাংলাদেশে মিছিলে স্লোগান উঠেছিল ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। শান্তির জন্য নোবেল পাওয়া ইউনুস বাংলাদেশে অশান্তির পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং মুখে তিনি অবিরত মিথ্যে কথা বলেচলেছেন। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ আন্তর্জাতিক রাজনৈতিক
Related News