চলতি বছরে নতুন নিয়ম চালু হতে চলেছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (Indian Bank Association) এবং ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ব্যাঙ্ক কর্মীদের মধ্যে ৫ দিনের কার্যদিবস এবং ২ দিনের সাপ্তাহিক ছুটি পাওয়ার সম্ভাবনা কথা চলছে। মাসে দুটি শনিবার বাড়তি ছুটির বদলে প্রতিদিন ৪০ মিনিট অতিরিক্ত কাজ করার প্রস্তাব দিয়েছেন তাঁরা। এই নিয়ে ব্যাঙ্ক কর্মচারি ইউনিয়ন, আরবিআই এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একাধিকবার আলোচনাও হয়েছে কিন্তু কোন সিদ্ধান্তে আসা হয়নি।
প্রসঙ্গত, ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে ৫ দিন কাজ প্রসঙ্গে ২০২৩ সালের ডিসেম্বরে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই অনুযায়ী, ৫-দিনের কাজের চুক্তিতে ২-দিনের সাপ্তাহিক ছুটির প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। এই চুক্তির পরে, গত ৪ই মার্চ, ২০২৪ সালে-এ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলি একত্রিত হয়ে যে প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল সেটিতে শনি ও রবিবার ছুটি-সহ সপ্তাহে ৫ দিন কাজের কথা উল্লেখ করা হয়েছিল। ফ্যাশন শো- ব়্যাম্পে BJP-র রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার
জানা গিয়েছে, এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে বিশেষ কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এ বছর শেষের দিকে অথবা ২০২৫ সালে শুরুর দিকে কোন সিদ্ধান্তে আসা যাবে ।