লালবাজার সূত্রের খবর, পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বাড়তি সতর্কতার নির্দেশ পৌঁছেছে থানায় থানায়। তাতে বলা হয়েছে, যিনি পাসপোর্টের আবেদন করছেন, তার দেওয়া প্রতিটি নথি ভাল করে যাচাই করে নিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথি শুধু যাচাই করলেই হবে না, সংশ্লিষ্ট ব্যক্তি আদৌ সেই ঠিকানায় থাকেন কিনা, তিনি কোনও অসামাজিক কার্যকলাপে জড়িত কিনা এবিষয়ে নিশ্চিত হতে তাঁর বাড়িতেও সরোজমিনে গিয়ে তথ্য যাচাই করে আসতে হবে।