Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে অপেক্ষা করে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিকে। গত বুধবার থেকে শুরু হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ।  অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে হাজির ছিলেন চলচ্চিত্র জগতের তারকারা, রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধিরা এবং বিদেশী অতিথিরা। 

অন্যবার নেতাজি ইন্ডোরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠান হয় ধনধান্য প্রেক্ষাগৃহে। ইন্ডাস্ট্রিতে জোর আলোচনা, কিছুটা হলেও অন্য বছর  থেকে জৌলুস কমেছে এবারের চলচ্চিত্র উৎসবের।  মনে করা হচ্ছে, সম্প্রতি শহরের কিছু ঘটনাই দায়ী এর জন্য। আরজি কর কাণ্ড, ফেডারেশনের সঙ্গে পরিচালকদের সংঘাত সহ আরও বেশ কয়েকটি বিষয়ে, সম্প্রতি সরকারের সম্প্রতি সরকারের সঙ্গে মত বিরোধ ও দূরত্ব তৈরি হয় টলিপাড়ার অনেকের। এজন্যেই নাকি চলচ্চিত্র উৎসবে সামিল হচ্ছেন অনেক কম সংখ্যক টলি তারকা।

আজ থেকে শুরু ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব জেনে নিন কখন কোথায় কোন ছবি দেখানো হবে

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে  হাজির হয়েছিলেন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিংহা। এছাড়া একপাশে দেব, অন্যপাশে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে কেআইএফএফ-এর উদ্বোধন করেছিলেন মমতা। প্রথম সারিতে দেখা গেল মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, দুলাল লাহিড়ী,সব্যসাচী চক্রবর্তীর মতো টলিপাড়ার  একাধিক বর্ষীয়ান তারকাকে। সঙ্গে ছিলেন  চিরঞ্জিৎ চক্রবর্তী, শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সৌমিতৃষা কুণ্ডু-সহ আরও অনেকে।আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানান তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।  সংবর্ধনা জানানো হয় সাবিত্রী চট্টোপাধ্যায়,রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে, চিরঞ্জিৎ, সব্যসাচীকে-কে। ‘থালি গার্ল’-এর ভূমিকায় ছিলেন তৃণা সাহা।


উলেখ্য, এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবি মনোনীত হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ছবি। চলতি বছরের উদ্বোধনী ছবি 'গল্প হলেও সত্যি'। প্রয়াত পরিচালক তপন সিনহাকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর চলচ্চিত্র উৎসবের কেন্দ্রবিন্দু দেশ হল ফ্রান্স। মোট ১৭৫টি ছবি প্রদর্শিত হবে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন চলচ্চিত্র
Related News