Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগে ফের উত্তপ্ত বাংলাদেশ৷ এই পরিস্থিতিতে বিশ্বের দরবারেও ক্রমেই কোণঠাসা হচ্ছে বাংলাদেশ৷ খুব প্রয়োজন না হলে বাংলাদেশে না যাওয়ার জন্য নাগরিকদের সতর্ক করে দিল ইউকে। গত মঙ্গলবার ব্রিটিশ নাগরিকদের জন্য এই সতর্কবার্তাই জারি করেছেন ইউকে-র ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস৷

উলেখ্য,  বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে । পরিস্থিতি এখনো অস্থির রয়েছে উল্লেখ করে হাইকমিশন বলেছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে। দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। 

আগরতলায় বাংলাদেশের ভিসা কনস্যুলার সেবা বন্ধ

প্রসঙ্গত, কয়েক মাস আগেই সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ৷ শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল জয়ী মহম্মদ ইউনূস৷ কিন্তু তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দেশে মাথাচাড়া দিয়ে ওঠে বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী শক্তিগুলি৷ যার জেরে দেশ জুড়ে হিন্দু সহ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত গত ২৫ নভেম্বর গ্রেফতার করা হয় চিন্ময়কৃষ্ণ দাস নামে এক সন্ন্যাসীকে৷ এই ঘটনার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা লাগামছাড়া ভাবে বাড়তে থাকে৷ দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে নির্মম নির্যাতনের অভিযোগ ওঠে৷ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা করা হয়েছে ব্রিটিশ সংসদেও৷ বিশ্বের অন্যান্য দেশও বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে৷

 

ইতিমধ্যে,  মঙ্গলবার বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা নিয়ে ব্রিটিশ সংসদে সরব হন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাংসদ প্রীতি পটেল৷ বাংলাদেশে সংখ্যালঘুদের প্রাণ বাঁচাতে পদক্ষেপ করার জন্য ব্রিটিশ সরকারকে পদক্ষেপ করার জন্য অনুরোধ করেন৷ এর পরেই ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশকে এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা জারি করে সেদেশের সরকার৷

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News