Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

আর আমেরিকায় যেতে হবে না, কলকাতার একেবারে কাছেই গ্র্যান্ড ক্যানিয়ন

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

ছুটিতে পাহাড় জঙ্গল ছাড়াও অফবিট কোনও লোকেশনে বেড়াতে  চাইলে চলে আসুন কলকাতার একেবারে কাছেই রয়েছে এক অচেনা জায়গা। যাকে মিনি গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আর আমেরিকায় পাড়ি দিয়ে হবে না।

ঘরের কাছেই এবার মিলবে সেই সুযোগ। হাতে দু’দিনের ছুটি থাকলেই ঘুরে আসুন আমাদের পাশের রাজ্য ওড়িশার কানাকুন্ডে। একে বলা হয় ওড়িশার গ্র্যান্ড ক্যানিয়ন। আর আমেরিকায় যেতে হবে না, কলকাতার একেবারে কাছেই গ্র্যান্ড ক্যানিয়ন। একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল পেরিয়ে যেতে হয় সেই কানাকুন্ডে।


ওড়িশার সুন্দরগড় হয়ে আসতে হয় এই কানাকুন্ডে। বালেশ্বঙ্করপুর গ্রাম হয়ে এখানে পৌঁছতে হয়। এখানেই রয়েছে সেই আশ্চর্য ভূমিরূপ। যাকে একদিকে ওড়িশার গ্র্যান্ড ক্যানিয়ন যেমন বলা হয় তেমনই বলা হয় স্টোনবেড অব রিভার। একেবারে গ্রামের মেঠো পথ ধরে চলে গিয়েছে রাস্তা। স্থানীয়দের সবচেয়ে পছন্দের পিকনিক স্পট এটি। 

পাথুরে খাদের মধ্য দিয়ে বয়ে গিয়েছে নদী। জলের প্রতিঘাতে সেই পাথরে খাতে নানা রকমের ভূমিরূপ তৈরি হয়েছে। যার সঙ্গে গ্র্যান্ড ক্যানিয়নের অনেক মিল রয়েছে। বড় বড় পাথরের খাদের মধ্য দিয়ে বসে গিয়েছে নদী। বিস্তীর্থ পাথুরে ভূমির উপ দিেয় খরস্রোতা নদীর বয়ে যাওয়া। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য চোখে না দেখলে বর্ণনা করা যায় না।


কানাকুন্ডে যাঁরা রিলস বানাতে ভালোবাসেন তাঁরা এই জায়গা ছেড়ে যেতে চাইবেন না। কারণ এতো সুন্দর সুন্দর ছবি তোলার মতো পয়েন্ট রয়েছে একানে। তবে বর্ষার সময় না এসে শীতে এলে জলের দেখা কম মেলে। কিন্তু তাতে পাথরের রূপ গুলি আরও স্পষ্ট দেখায়। কাজেই ২ দিনের ছুটিতে যাঁরা নতুন কোথাও যেতে চাইছেন তাঁদের জন্য সেরা জায়গা এই কানাকুন্ড তাতে কোনও সন্দেহ নেই। ওড়িশার সুন্দরগড় থেকে অনায়াসেই কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই কানাকুন্ডে।

আর আমেরিকায় যেতে হবে না, কলকাতার একেবারে কাছেই গ্র্যান্ড ক্যানিয়ন...

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ পর্যটন
Related News