Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কয়েকটা দিনের ছুটিতে চলুন মাইনপাট, কলকাতার কাছেরই পাহাড়-জঙ্গল-জলপ্রপাতে ঘেরা ‘মিনি তিব্বত’,

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

পাহাড়, জঙ্গল, ঝর্না দিয়ে ঘেরা মাইনপাট। ছত্তিশগড়ের তিব্বত বলা হয় এই শৈলশহরকে। প্রায় পাঁচ দশক ধরে এখানে তিব্বতিদের বসবাস। ছত্তিশগড়ের দর্শনীয় স্থান হিসেবে রয়েছে চিত্রকোট জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, বাম্বলেশ্বরী মন্দির, দন্তেশ্বরী মন্দির, কৈলাস কুটুমসার গুহা ইত্যাদি। কিন্তু এসব কিছুর থেকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মাইনপাট। 

ছত্তিশগড় (Chhattisgarh) এমন একটি জায়গা যেখানে প্রচুর দেখার মতোও জায়গা রয়েছে। সুন্দর সুন্দর পর্যটন স্থানের কোনও অভাব নেই এখানে। ছত্তিশগড়ের মাইনপাট (Mainpat) নামের একটি শৈলশহর নিয়ে আজকের আলোচনা। জায়গাটি অবশ্য বেশি পরিচিত ‘মিনি তিব্বত’ নামে। দু-একদিনের ছুটি কাটানোর জন্য এক্কেবারে পারফেক্ট এই জায়গায় । 


ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে এই শৈলশহর মাত্র ৩৬০ কিলোমিটার দূরে অবস্থিত। সবুজে ঘেরা এই অপূর্ব জায়গাটি কোনও সিনারির চেয়ে কম নয়। শহুরে কোলাহল থেকে দূরে পাহাড়-জঙ্গলে ঘেরা এই সুন্দর জায়গা প্রিয়জনকে নিয়ে ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান হতে পারে।

সারা বছরই বেশ মনোরম আবহাওয়া থাকে ছত্তিশগড়ের এই শৈলশহরে। গরমকালে গেলে যেমন হালকা ঠাণ্ডার আমেজ পাবেন, তেমনই আবার শীতকালে গেলে তুষারপাতও দেখতে পাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫০০ ফুট ওপরে বিন্ধ্য পর্বতের কোলে অবস্থিত এই জায়গাটিকে ‘মিনি তিব্বত’ কেন বলা হয় জানেন?


১৯৬২ সাল নাগাদ বহু তিব্বতি উদ্বাস্তু এই মাইনপাটে বসতি স্থাপন করেছিলেন। এখানে বৌদ্ধমঠও রয়েছে। মাইনপাটের অন্যতম আকর্ষণ হল ভগবান বুদ্ধের এই মঠ। সেখান থেকে এই স্থানটির নাম হয়ে গিয়েছে ‘মিনি তিব্বত’। এছাড়াও এখানে গেলে আপনি দেখতে পাবেন সুন্দর ঝরনা। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ‘টাইগার পয়েন্ট’। শোনা যায়, এখানে নাকি একসময় বাঘেরা জল খেতে আসত। আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন একটু নিরিবিলিতে প্রকৃতির কোলে কাটাতে চান তাহলে মাইনপাট আপনার জন্য একেবারে আদর্শ।

কীভাবে যাবেন? চলুন জেনে নেওয়া যাক কলকাতার কাছের মিনি তিব্বতে পৌঁছানোর উপায়ঃ সুরগুজা/অম্বিকাপুর থেকে মাত্র ৫০ কিমি দূরে মাইনপাট। আপনি যদি গাড়ি ভাড়া করে যান তাহলে ময়নাপাট অম্বিকাপুর-সীতাপুর হয়ে মাইনপাট যেতে পারেন।


গোটা শৈলশহর জুড়ে ছোট-বড় অনেক বৌদ্ধ মঠ দেখতে পাবেন। তার মধ্যে টাকপো মঠ এখানে সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে, মাইনপাটের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে উল্টা‌পানি জলপ্রপাতের মধ্যে। ভিসারপানি গ্রামের মধ্যে অবস্থিত এই উল্টা‌পানি জলপ্রপাত। ‘উল্টা‌পানি’ নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এই জলপ্রপাতের বৈশিষ্ট্য। দেখলে মনে হয় যেন নীচ থেকে উপরের দিকে উঠে আসছে জল। যদিও এটা শুধুমাত্র দৃষ্টিভ্রম। কিন্তু এই জলপ্রপাত দেখতে ভিড় করেন বহু পর্যটক। 

কয়েকটা দিনের ছুটিতে চলুন মাইনপাট, কলকাতার কাছেরই পাহাড়-জঙ্গল-জলপ্রপাতে ঘেরা ‘মিনি তিব্বত’,

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পর্যটন প্রকৃতি ভ্রমণ
Related News