Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ইউটিউবে ভিডিও মানিয়ে ১২২ কোটি টাকার সম্পত্তি, ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

ইউটিউবে ভিডিও মানিয়ে ১২২ কোটি টাকার সম্পত্তি, ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার।

নতুন শতাব্দীর সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব (Youtuber)। বহু ক্ষেত্রে টিভি, এমনকী বলি ইন্ডাস্ট্রিকেও হার মানাচ্ছে। এর ফলেই স্বাধীন রোজগারের অন্যতম বড় ক্ষেত্র হয়ে উঠেছে ইউটিউবের জন্য নিয়মিত ভ্লগ তৈরি করা। এভাবেই কোটি কোটি টাকা রোজগার করছেন দেশের বহু প্রতিভাবান যুবক। তাঁদের মধ্যে কারও কারও লাখ লাখ সাবস্ক্রাইবার, কোটি টাকা আয়।


ভারতসেরা ইউটিউবারদের কথা জানেন সকলে। প্রত্যেকেই কোটিতে রোজগার করেন। কয়েক লক্ষ সাবস্ক্রাইবার। সোশাল মিডিয়ার সেলিব্রিটি তাঁরা। যদিও এদেরকেও টেক্কা দিয়েছেন ভূবন বাম। যিনি ইউটিউবে বিবি ভাইনস নামেই পরিচিত। ১-২ কোটি নয়, বর্তমানে ১২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে এই যুবকের। বলিউডের নামজাদা স্টারদের সঙ্গে তাঁর ওঠাবসা। জনপ্রিয় টিভি শোর আমন্ত্রিত অতিথি হিসেবেও দেখা যায় তাঁকে। যদিও শুরুটা মোটেই সহজ ছিল না।


জন্মসূত্রে গুজরাটি ভূবন মধ্যবিত্ত পরিবারের ছেলে। কাজের খোঁজে অল্প বয়সে দিল্লি চলে যান। গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন সফল হয়নি। ফলে রোজগারের বিকল্প উপায় খুঁজে নেন। মজার ছলে ছোট ভিডিও, রিল বানাতেনই। ঘরোয়া আড্ডায় জোকস শোনাতেন বন্ধুদের-আত্মীয়দের। শুরু করেন ইউটিউবে মজার কনটেন্ট বানানো। মূলত হাসির, মজার ভিডিও। নেটপাড়ায় সেই ভিডিওই সাড়া ফেলে দেয়। বাকিটা ইতিহাস। আজকে ভূবন বাম ওরফে বিবি ভাইনস ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার। রা্স্তায় বেরোলেই ভক্তদের উষ্ণ ভালোবাসা পান।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব দেশ স্বনির্ভরতা
Related News