Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। নিখোঁজ অন্তত ২৩ জন জওয়ান

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

নিখোঁজ অন্তত ২৩ জন জওয়ান। নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভারতীয় সেনার একাধিক সেনা ছাউনি। চুংথাম বাঁধের জল ছাড়ায় আচমকাই 

তিস্তার জলস্তর ২০ ফুট বৃদ্ধি পায়। সেনা সূত্রে খবর, সিংটামের কাছে বারডাঙে সেনার গাড়ি দাঁড়িয়ে ছিল। তখন হঠাৎ করে হড়পা বান চলে আসে। যার জেরে ওই গাড়িগুলি ভেসে যায়। চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার জেরে তিস্তায় তৈরি হয়েছে ওই হড়পা বান। নদীর জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সিংতামে সেনার ছাউনিতে জল প্রবেশ করে। তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। নিখোঁজ অন্তত ২৩ জন জওয়ান। জানা গেছে সিংতামের কাছে বারদাংয়ে সেনা ছাউনিটি ছিল। শুরু হয়েছে তল্লাশি। এর মধ্যে আবার ধসও নামতে শুরু করেছে। একটি সেতুও জলের তোড়ে ভেঙে গিয়েছে বলে জানা গেছে। 

সিকিমের চুংথাম মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ি সিকিমে রীতিমতো ধ্বংসলীলা চালাচ্ছে তিস্তা। চিন্তার ভাঁজ সমতলেও। তিস্তায় হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। এদিকে, তিস্তার জলস্তর বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে তিস্তার উপর তৈরি একাধিক ব্যারেজে। তিস্তার গতিপথের দু’পাশে রয়েছে গাজলডোবা ব্যারেজ, দোমহনি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, জলপাইগুড়ি শহর। তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওই সমস্ত এলাকা প্লাবিত হতে পারে। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রাতে সিকিমে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। যার জেরে বেড়ে যায় তিস্তার জল। উপচে পড়ে লোনাক লেক। তিস্তার তোড়ে ভেসে গিয়েছে একাধিক সেতু। বহু জায়গাতেই রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল।


হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রংপো, মেল্লি, সিংটামের। গতকাল রাত আড়াইটে নাগাদ জলের তোড়ে সিংটামের কাছে ইন্দ্রাণী সেতু ভেসে যায়। ১০ নম্বর জাতীয় সড়কের একটা অংশের ক্ষতি হয়। ধসে গিয়েছে ওই রাস্তার বেশ কিছু জায়গা। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ওই সড়ক। যা সিকিমের অন্যতম লাইফলাইন হিসেবে পরিচিত।

গতকাল রাতের হড়পা বানের জেরে সিকিম সরকারের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে প্রশাসন। অন্যদিকে তৎপরতা শুরু হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও। সেখানেও তিস্তা তীরের বাসিন্দাদের সরাচ্ছে জেলা প্রশাসন। চলতি বছরের জুনে এই ধরনের হড়পা বান প্রত্যক্ষ করেছিল সিকিম।


হড়পা বানে তিস্তার জলের তোড়ে ২৩জন জওয়ান ভেসে গিয়েছে । 

তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। নিখোঁজ অন্তত ২৩ জন জওয়ান

মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমের লাচেনে লোনাক হ্রদ উপচে পড়ায় তিস্তায় হড়পা বান।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্যোগ দেশ প্রাকৃতিক-বিপর্যয়
Related News