Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

রুশ লুনা২৫ মহাকাশযান ভারতের আগে চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়ে এখন সোশাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

স্বপ্নভঙ্গ রাশিয়ার, চাঁদের মাটি ছোঁয়ার আগেই ভেঙে পড়ল লুনা-২৫। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগেই ভেঙে পড়ল লুনা-২৫। কক্ষপথ বদলের সময় বিপর্যয়, জানাল রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা। এখন বিশ্বের নজরে ভারতের চন্দ্রযান-৩। চাঁদ থেকে চন্দ্রযানের দূরত্ব আর ২৫ কিমি।

চন্দ্রযান-৩ থেকে তোলা সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইসরো। চাঁদে ল্যান্ডিংয়ের আগে চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা (LPDC) ব্যবহার করে ছবিগুলি তোলা হয়েছে। 

টুইটে ছবিগুলি শেয়ার করে ইসরো জানিয়েছে, 'ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং অ্যাভয়েডেন্স ক্যামেরায় তোলা চন্দ্রপৃষ্ঠের ছবি শেয়ার করা হল৷ এই ক্যামেরার মাধ্যমে একটি নিরাপদ অবতরণ এলাকা সনাক্ত করা হবে। 

চন্দ্রপৃষ্ঠ রুক্ষ। উঁচু-নিচু। সেখানে সঠিক অবতরণের স্থান শনাক্ত করতে হবে। সেই কাজই করবে এই LPD ক্যামেরা।  

রুশ ল্যান্ডার লুনা ২৫ চাঁদের বুকে আছড়ে পড়তেই সোশাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। প্রেসিডেন্ট পুতিনের কার্টুন তৈরি করে পোস্ট করেছেন অনেকে।

লুনা-২৫ নামের রুশ মহাকাশযান নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়েছে। ১৯ থেকে ২১ অগাস্টের মধ্যে নভোযানটির চাঁদে অবতরণ করার কথা থাকলেও অবতরণের আগে গতিপথ বদলাতে গিয়ে সমস্যায় পড়ে ধ্বংস হয়ে যাওয়ার খবর দিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা কর্তৃপক্ষ রসকসমস।

প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এবং প্রথম মানব নভোচারি ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠানো রাশিয়া ১৯৭৬ সালে লুনা ২৪ মিশনের পর গত প্রায় পাঁচ দশকে আর চন্দ্রাভিযানের উদ্যোগ নেয়নি।

১০ অগাস্ট উৎক্ষেপিত লুনা ২৫ চাঁদের কক্ষপথে পৌঁছায় ছয়দিন পরে। আর সোমবার নাগাদ চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণের কথা ছিল এর।


এই নভোযানে ছিল আটটি ভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র। পরিকল্পনা অনুসারে চাঁদের দক্ষিণ মেরুতে জল খনিজের খোঁজসহ বিভিন্ন পরীক্ষা চালানোর কথা ছিল এর। চাঁদের ওই এলাকায় এখন পর্যন্ত কোনো ‘রোভার বা ল্যান্ডার’ অবতরণ করতে পারেনি।

লুনা ২৫-র চন্দ্র অভিযান ব্যর্থ হতেই ফের সমালোচনার মুখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক মিম। পাশাপাশি শুরু হয়েছে ট্রোলিং। মিশন ব্যর্থ হওয়ার জন্য পুরোপুরি পুতিনকেই দায়ী করেছে আমেরিকা-সহ পশ্চিমী সংবাদমাধ্যম। অন্যদিকে এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে মস্কো।

রবিবার রুশ মহাকাশ গবেষণা সংস্থা Roscosmos-র তরফে ল্যান্ডার লুনা ২৫-র চাঁদের বুকে ভেঙে পড়ার খবর সরকারিভাবে জানানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় মিম ছড়িয়ে পড়তে শুরু করে। কোথায় পুতিনকে একটি পাথরের উপর হাঁটু মুড়ে চোখ বুজে বসে থাকতে দেখা গিয়েছে। সেখানে দু'হাত দিয়ে গাল ধরে ছিলেন তিনি। দূরে চাঁদ দেখা যাচ্ছে।

এদিকে ইন্ডিয়ার চন্দ্রাভিযানের শেষ ধাপে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। আগামী বুধবার, ২৩ অগস্ট সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান। ইতিমধ্যেই ডি-বুস্টিং (De-Boosting) প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। এবার শুধু অবতরণটুকুই বাকি। এরই আগে চাঁদের নতুন কিছু ছবি তুলে পাঠাল চন্দ্রযান-৩।

রাশিয়ার আগে চন্দ্র অভিযান শুরু করে ভারত। চাঁদের দক্ষিণ মেরু জয় করতে চন্দ্রযান ৩-কে পাঠিয়েছে ISRO। পশ্চিমী সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সেই নভোযানের আগে লুনা ২৫ যাতে চাঁদের দক্ষিণ মেরু জয় করতে পারে, সেই টার্গেট বেঁধে দেন প্রেসিডেন্ট পুতিন। যেন তেন প্রকারে বিশ্বের প্রথম দেশ হিসেব পৃথিবীর উপগ্রহটির ওই এলাকা জয়ের স্বপ্ন দেখছিলেন তিনি।

রবিবার নতুন যে ছবিগুলি পাঠিয়েছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার, তা লুনার হেমিস্ফিয়ারের। চাঁদ ও পৃথিবী সর্বদাই আবর্তিত হওয়ায়  এই অংশ কখনওই সামনে আসে না।

প্রসঙ্গত, আগামী বুধবার যদি চন্দ্রযান-৩ সুরক্ষিতভাবে অবতরণ করে, তবে রাশিয়া, আমেরিকা, চিনের পর চতুর্থ দেশ হবে ভারত, যা চাঁদের মাটি স্পর্শ করবে। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার কথা। সেটাই এখন সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। গতবার, চন্দ্রযান-২-এর সময়ে এই পর্যায়েই মিশন ভেস্তে গিয়েছিল।


এবার সব ঠিকঠাক থাকলে ল্যান্ডারের অবতরণের পর তার ভিতর থেকে রোভার গড়িয়ে নেমে আসবে। চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে ও তথ্য সংগ্রহ করবে গুরুত্বপূর্ণ  বৈজ্ঞানিক তথ্যাদি৷ এতে নেভিগেশন ক্যামেরা এবং একটি সোলার প্যানেল। 

বিশেষজ্ঞদের দাবি, উৎক্ষেপণের পর থেকেই ঝড়ের গতিতে ছুটছিল রাশিয়ার লুনা ২৫। চাঁদের কক্ষপথের শেষ ধাপ অর্থাৎ প্রি ল্যান্ডিং অরবিটে প্রবেশের মুখে রুশ ল্যান্ডারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। Roscosmos সূত্রে খবর, ওই কক্ষপথে প্রবেশের জন্য বাড়তি শক্তি প্রয়োগ করা হয়েছিল। যা সহ্য করতে না পেরেই নিয়ন্ত্রণ হারায় লুনা ২৫। এর পর চাঁদের বুকে আছড়ে পড়ে মস্কোর নভোযান।

পশ্চিমী সংবাদমাধ্যমগুলির একাংশের দাবি, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ মানতে গিয়েই বিপদ ডেকে আনেন রুশ জ্যোতির্বিজ্ঞানীরা। চন্দ্রযান ৩-কে দৌড়ে হারানোর লক্ষ্যে বারবার গতি বাড়াচ্ছিল লুনা ২৫। এর জেরেই মিশন ব্যর্থ হয় বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আগামী বুধবার যদি চন্দ্রযান-৩ সুরক্ষিতভাবে অবতরণ করে, তবে রাশিয়া, আমেরিকা, চিনের পর চতুর্থ দেশ হবে ভারত, যা চাঁদের মাটি স্পর্শ করবে।

উল্লেখ্য, ৪৭ বছর পর ফের চন্দ্র অভিযানে নেমে ১৬ হাজার কোটি টাকা খরচ করেছিল রাশিয়া। গত দু'বছরে অন্তত দু'বার মিশন পিছিয়ে দিয়েছিল Roscosmos। চলতি বছরের জুনে মিশনের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন রুশ মহাকাশ গবেষণা সংস্থার অধিকর্তা।

প্রসঙ্গত, লুনা ২৫ ভেঙে পড়ায় চন্দ্রযান ৩-র সমানে চলে এসেছে রেকর্ড ছোঁয়ার সুযোগ। ইতিমধ্যেই এর ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে নামার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আগামী বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে সেটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে জানিয়েছে ISRO।

রুশ লুনা২৫ মহাকাশযান ভারতের আগে চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়ে এখন সোশাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি… 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News