Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

রেলে কর্মী নিয়োগঃ অনলাইনে আবেদন চলছে

banner

journalist Name : নিবেদিতা মুখার্জী

#Pravati Sangbad Digital Desk:

নর্দার্ন রেলওয়ে, দিল্লিতে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চলতি বছরের গেট স্কোরের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

১. সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Civil) / Senior Technical Associate (Civil Engineering)

শূন্যপদ- মোট 60 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের চার বছরের B.Tech ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে।

২. সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Electrical) / Senior Technical Associate (Electrical Engineering)

শূন্যপদ- মোট 20 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের চার বছরের B.Tech ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।

3. সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Signal & Telecom Department) / Senior Technical Associate (Signal & Telecom Department)


শূন্যপদ- মোট 13 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের চার বছরের B.Tech ডিগ্রি থাকতে হবে Electrical / Electronics/ Information Technology/ Communication Engineering নিয়ে।

মোট শূন্যপদঃ সর্বমোট 93 টি পদ রয়েছে এখানে।

বয়সসীমাঃ উপরের পদগুলির জন্য 20 থেকে 34 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও OBC প্রার্থীদের 3 বছর এবং SC, ST প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

নির্বাচিত প্রার্থীদের পোস্টিংয়ের উপর নির্ভর করে মাসিক বেতন দেওয়া হবে।

এক্ষেত্রে, ‘Z’ Class এ 32,000 টাকা, ‘Y’ Class এ 34,000 টাকা এবং ‘X’ Class এ 37,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতিঃ 2023 সালের GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতিঃ এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://nr.indianrailways.gov.in/ ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্যঃ প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে। অনলাইনে আবেদন চলবে – 11.08.2023 থেকে 28.08.2023 তারিখ পর্যন্ত।

নোটিশ নং- 754-E/Tech.Staff/Const./Contractual Rectt./2023  নোটিশ প্রকাশের তারিখ- 11.08.2023

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি দেশ
Related News