Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

'দানা'-র ল্যান্ডফল, লন্ডভন্ড ওডিশা উপকূল, বৃষ্টি অবিরাম কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গে

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে মেদিনীপুরে ব্যাপক হাওয়া শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে গতিবেগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের জলস্তরও বৃদ্ধি পেতে পারে।

ঘূর্ণিঝড় 'দানা'-র কারণে কলকাতা বিমানবন্দর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । অবশেষে আজ, শুক্রবার সকাল ৮টা থেকেই বিমানবন্দরে ফের ফ্লাইট ওঠানামা চালু করা হয়েছে ।

বৃহস্পতিবার রাত ১১ টা ১২ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছিল ঘূর্ণিঝড় 'দানা'র। ল্যান্ডফলের প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা লাগবে বলেই আভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই প্রেক্ষিতে শুক্রবার সকালেই স্থলভাগে পুরোপুরি প্রবেশ করে গেছে 'দানা'।দুপুরের মধ্যে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তখন এটি দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর ঘূর্ণিঝড়ের অভিমুখ ছত্তীসগড় ও মধ্যপ্রদেশের দিকে হবে।দানা'র প্রভাবে কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে উপকূলীয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ভোররাত থেকেই। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। আর অতিভারী বৃষ্টি সঙ্গে প্রবল ঝড়ের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। ঘূর্ণিঝড়ের অভিমুখ পর্যবেক্ষণ করে ঝাড়গ্রামেও লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওড়িশার ক্ষেত্রে চাঁদবালি, ভুবনেশ্বর, বালেশ্বর, পারাদ্বীপে সকাল থেকেই ব্যাপক বৃষ্টি চলছে। বেলা বাড়লে তা আরও কিছুটা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলীয় অংশে এখনও ঘূর্ণিঝড়ের গতিবেগ ১০০ থেকে ১১০ কিলোমিটার, সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টায়। 

'দানা' ল্যান্ডফলের সময়ে পশ্চিমবঙ্গের উপকূলে ঢেউয়ের উচ্চতা কমপক্ষে হতে পারে ১৪ থেকে ১৫ ফুট, এমন পূর্বাভাস দেওয়া হয়েছিল। ল্যান্ডফল হওয়ার পরবর্তী বেশ কয়েক ঘণ্টা 'দানা'র ভালই প্রভাব থাকবে উপকূল সহ ওড়িশা এবং বাংলার একাধিক জেলায়। বৃষ্টি চলবে শুক্রবার প্রায় সারাদিন।

Related News